আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: শাওমি আনছে দুরন্ত লুকের বৈদ্যুতিক এসইউভি গাড়ি । বাজারে আসছে চিনের টেক জায়ান্ট সংস্থা শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি ওয়াই ইউ ৭। অসংখ্য নতুন নতুন ফিচার দিয়ে সাজানো হয়েছে এই বৈদ্যুতিক গাড়িটিকে।
শাওমির বৈদ্যুতিক গাড়িতে চোখ ধাঁধানো ডিজাইন করা হুইল রয়েছে, আর এই হুইলের জন্যই এর সৌন্দর্য আরও ফুটে উঠেছে। এই এসইউভির পেছনে এসইউ সেভেনের মত এলইডি টেল ল্যাম্প বসানো রয়েছে, এর কারণে এই গাড়ির লুক দুর্ধর্ষ হয়ে উঠেছে। আর এতে থাকবে বেশ কিছু হাইটেক ফিচার।
শাওমির এই এসইউভি ওয়াই ইউ সেভেন প্রায় ৫ মিটার লম্বা এবং এটি একটি প্রিমিয়াম সেডান এবং টপ এন্ড ভ্যারিয়ান্টে ডুয়াল মোটর সেট আপ রয়েছে। শুধু তাই নয়, এই গাড়িতে ১০১ কিলোওয়াট আওয়ারের একটি বড় কিলিন ব্যাটারি রয়েছে।
আরও পড়ুনঃ
❒ বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল ১০ গাড়ি
❒ বিশ্বের বিখ্যাত ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোনগুলো?
❒ টেসলার নতুন গাড়ি চালক ছাড়াই চলবে
❒ হুন্দাই নতুন সিএনজি গাড়ি আনলো
এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে মোট ৮০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ডুয়াল মোটর সেট আপ সহ এই গাড়িতে ৬০০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। মাত্র সাড়ে সাত ঘণ্টায় পুরোপুরি চার্জ হবে গাড়িটি। দ্রুত চার্জিং করলে ৬৫ মিনিট সময় লাগবে।
এই মুহূর্তে চীনের বাইরে এই গাড়িটি লঞ্চ করার পরিকল্পনা নেই শাওমি সংস্থার। চীনের বাজারে এরই মধ্যে গাড়িটি পাওয়া যাচ্ছে। কার নিউজ চায়না অনুসারে এসইউ৭-এর মূল্য ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার ইউয়ান এর মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: কারসগাইড
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ মার্সিডিজ নতুন গাড়িতে যেসব ফিচার থাকছে