আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চাঁদের পর সূর্য ‘স্পর্শ’ ভারতের, গন্তব্যে পৌঁছে গেল আদিত্য এল-১ । চন্দ্রজয়ের পর এবার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, শনিবার (৬ জানুয়ারি) মহাকাশযানটি ‘টার্গেট পয়েন্টে’ পৌঁছায়। সেখান থেকে এটি অবিচ্ছিন্নভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।
চাঁদের পর সফল হলো ভারতের প্রথম সৌর-অভিযান। ইসরোর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, শনিবার স্থানীয় সময় বিকেলে ভারতের সৌরযান আদিত্য এল-১ চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে। সৌরযানটি আগামী পাঁচ বছর সেখানেই থাকবে। সংগ্রহ করবে নানা তথ্য। সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১।
আরও পড়ুনঃ গ্রহে হচ্ছে বালুবৃষ্টি
সৌর-অভিযানে সাফল্যের এ খবর সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়, এই অভিযানকে একটি যুগান্তকারী এবং অসাধারণ কীর্তি বলে আখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে, জটিল এই মহাকাশ মিশন বাস্তবে রূপদানকারী বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের প্রমাণ বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে ইসরো বলছে, সূর্যের কাছে এল-১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য এল-১। ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে। তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে।
গেল বছরের ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল আদিত্য এল-১। তারপর পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি।
চার মাসের দীর্ঘ যাত্রাও মসৃণ ছিল। তেমন কোনো বাধা আসেনি আদিত্য এল-১ এর পথে। এছাড়া সূর্যের নানা ধরনের ছবি তুলে পাঠিয়েছে সৌরযানটি।
আরও পড়ুনঃ ২০২৩ সালে মহাকাশ বিজ্ঞানের আলোচিত ১০ ঘটনা