আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সুজাতপুর ডিগ্রি কলেজে প্রভাষক নিয়োগ, অভিজ্ঞতার প্রয়োজন নেই । সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সুজাতপুর ডিগ্রি কলেজে ডিগ্রি পাস (কোর্স) বিবিএস নতুন শাখা খোলার লক্ষ্যে (হিসাববিজ্ঞান-২, ব্যবস্থাপনা ২ ও মার্কেটিং ২) সৃষ্টপদে ২ জন করে মোট ৬ জন প্রভাষক (নিবন্ধনকৃত) আবশ্যক। আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ বরাবর আবেদন সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এমপিও হওয়ার পূর্ব পর্যন্ত কলেজের অর্থায়নে মাসিক বেতন প্রদান করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় কলেজের website: sujatpurcollege.edu.bd-এ অথবা sms-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন।
সরকারি বিধি মোতাবেক সুজাতপুর ডিগ্রি কলেজ, পোঃ নন্দলালপুর, উপজেলা মতলব উত্তর, চাঁদপুর এর অধীনে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে ৩০ বৎসরের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নির্ধারিত ছকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
|
০১ | প্রভাষক (হিসাববিজ্ঞান) | ০২ (দুই) টি | ২৩,০০০-২৯,০০০/- (গ্রেড-০৯)
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি / সমমান।
খ) অভিজ্ঞতার প্রয়োজন নেই। |
০২ | প্রভাষক (ব্যবস্থাপনা) | ০২ (দুই) টি | ২৩,০০০-২৯,০০০/- (গ্রেড-০৯)
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি / সমমান।
খ) অভিজ্ঞতার প্রয়োজন নেই। |
০৩ | প্রভাষক (মার্কেটিং) | ০২ (দুই) টি | ২৩,০০০-২৯,০০০/- (গ্রেড-০৯)
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি / সমমান।
খ) অভিজ্ঞতার প্রয়োজন নেই। |
আগ্রহী প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ সালের মধ্যে অধ্যক্ষ বরাবর ২ (দুই) কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে হবে।
ঠিকানাঃ অধ্যক্ষ, সুজাতপুর ডিগ্রি কলেজ, পো: নন্দলালপুর, উপজেলা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর।
যোগাযোগঃ
মোবাইলঃ ০১৮১৮ – ৬১৪৭৩৪
মোহাম্মদ মাসুদ পারভেজ, অধ্যক্ষ,
সুজাতপুর ডিগ্রি কলেজ, মতলব উত্তর, চাঁদপুর।
আরও পড়ুনঃ বিটিসিএলে ২০৫ পদে জনবল নিয়োগ