আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এআই চিপের বিস্তারিত প্রকাশ করল এনভিডিয়া । এনভিডিয়া তাদের অ্যাডভান্সড এআই চিপে নতুন কনফিগারেশনের ঘোষণা দিয়েছে, যা বাড়াবে জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনগুলোর গতি।
গ্রেস হপার সুপারচিপের নতুন এই সংস্করণ চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনের কার্যক্ষমতা বাড়াতে ‘এআই ইন্টারফিয়ারেন্স ফাংশনে’র জন্য বিশেষায়িত করা হয়েছে।
এনভিডিয়ার গ্রেস হপার সুপারচিপগুলো কোম্পানিটির এইচ১০০ মডেলের জিপিইউ এবং এনভিডিয়ার তৈরি সেন্ট্রাল প্রসেসরের সঙ্গে যুক্ত করার উপযোগী করে তৈরি করার কথা জানিয়েছে কোম্পানিটি।
ডুয়াল কনফিগারেশন – যা বর্তমান প্রজন্মের তুলনায় সাড়ে তিনগুণ বেশি মেমরি এবং তিনগুণ বেশি ব্যান্ডউইথ দেবে। এতে রয়েছে ১৪৪ আর্ম নিওভার্স কোর, আট পেটাফ্লপ এআই পারফরম্যান্স এবং সর্বশেষ এইচবিএম ২৮২ ই মেমরি প্রযুক্তির তিন গিগাবাইট সহ একটি একক সার্ভার রয়েছে বলে উল্লেখ করেছে নির্মাতা।
“বেশি মেমোরির ফলে এআই মডেলগুলো একক জিপিইউতে চালানো যাবে, যেগুলোর জন্য এখন একাধিক সিস্টেম বা জিপিইউ দরকার পড়ে।” – এক কনফারেন্স কলে গণমাধ্যম কর্মীদের বলেন বাক।
মানুষের মতো ছবি এবং লেখা তৈরি করা এআই অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন এআই মডেলের ওপর ভিত্তি করে বানানো হয়, যাদের আকার দিনদিন বাড়ছে। মডেলের আকার যতো বাড়বে তাদের নির্বিঘ্ন ভাবে চালাতে হয় আরও বেশি মেমোরির প্রয়োজন পড়বে, নয়তো একাধিক চিপ এবং সিস্টেম একসঙ্গে যুক্ত করতে হবে– তবে, সেক্ষেত্রে কাজের মান পড়ে যায়।
“অতিরিক্ত মেমোরি, এক কথায় জিপিইউ’র কর্মক্ষমতা বাড়াবে।” বলেন বাক। এই নতুন কনফিগারটির নাম জিএইচ২০০ যা আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসবে, বলেন বাক।
এই চিপ দুই রকমভাবে বিক্রি পরিকল্পনা এনভিডিয়ার। প্রথমত দুটো চিপকে একটি সিস্টেমে যুক্তকরে নিতে পারবেন গ্রাহকেরা, অন্যটিতে একটি পূর্ণাঙ্গ সার্ভার সিস্টেম যেখানে দুটো গ্রেস হপার যুক্ত থাকবে।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে হতে পারে বিপদ