আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রতিদিন এক কাঁধে ব্যাগ নিলে যেসব বিপদ হতে পারে । আজকাল অফিস, স্কুল, কিংবা ক্যাম্পাসে প্রায় সবাই ব্যাকপ্যাক নিয়ে বের হয়। অনেকেই এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেওয়াকে স্টাইল হিসেবে দেখেন। দেখতে যতটা স্মার্ট লাগে, তবে শরীরের জন্য কিন্তু মোটেও ভালো নয়। নিয়মিত এক কাঁধে ব্যাকপ্যাক বহন করলে শরীরের গঠন থেকে শুরু করে হাড়-মাংসপেশি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে।
আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী, এক কাঁধে ব্যাগ নেওয়ার অভ্যাস শরীরের প্রাকৃতিক অ্যালাইনমেন্ট নষ্ট করে এবং সময়ের সঙ্গে পেশি ভারসাম্যহীনতা ও পিঠের ব্যথার ঝুঁকি বাড়ায়।
যেভাবে সমস্যা হতে পারে-
মানবদেহের গঠন এমনভাবে তৈরি যে মেরুদণ্ড শরীরকে সমভাবে দুই ভাগে ভাগ করে রেখেছে। এই ভারসাম্যের কারণেই দুটি কাঁধ একসঙ্গে ওজন বহন করতে পারে। কিন্তু যখন নিয়মিত এক কাঁধেই ব্যাগ ঝুলিয়ে হাঁটা হয়, তখন সেই ভারসাম্য ভেঙে যায়। এক পাশের পেশি ও হাড়কে বাড়তি চাপ নিতে হয়, ফলে সেখানে অতিরিক্ত টান ও প্রদাহ তৈরি হয়।
দীর্ঘদিন এই চাপ চলতে থাকলে কাঁধে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে। অনেকে আবার টান বা জ্বালাপোড়া ধরনের স্থায়ী ব্যথা অনুভব করেন, যা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে। ব্যাগের সরু স্ট্র্যাপ কাঁধের উপর চেপে বসলে বাহু এবং হাতে ঝিঁঝিঁ ধরা বা অসাড়তা অনুভব হতে পারে, এটি স্নায়ু বা রক্ত সঞ্চালনে বাধার কারণ হয়ে দাঁড়ায়।
এক কাঁধে ব্যাগ নেওয়ার বদঅভ্যাস থেকে শরীরকে সুরক্ষিত রাখতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-
১. কোনোভাবেই ব্যাকপ্যাক এক কাঁধে নেওয়া যাবে না। প্রয়োজনে কাঁধ পরিবর্তন করতে হবে। অনেকক্ষণ এক কাঁধে রাখলে ঘাড় ও কাঁধে টান পড়ে।
২. সব সময়ে পিঠে হালকা ওজনের ব্যাকপ্যাক ব্যবহার করা উচিত।
৩. ব্যাকপ্যাকের দুইটি স্ট্র্যাপই ব্যবহার করুন, যাতে ওজন সমানভাবে ভাগ হয়। এতে মেরুদণ্ডের ওপর চাপ কম পড়বে।
আরও পড়ুন:
❒ টয়লেটে ১০ মিনিটের বেশি থাকলে হতে পারে মারাত্মক সব রোগ
❒ ঘর পরিষ্কার করার একটি কার্যকর উপায় হলো ১০-১০-১০ পদ্ধতি
❒ আপনিও কি মানুষ চিনতে ভুল করেন তাহলে জেনে নিন সহজ ৭ উপায়
❒ হঠাৎ লিফটে আটকে গেলে যা করবেন
❒ একটানা কত ঘণ্টা সিলিং ফ্যান চালানো উচিত
❒ এসি ছাড়াই যে নয় উপায়ে ঘর ঠান্ডা রাখতে পারেন
৪. ব্যাকপ্যাকের দুটি হাতলের ভেতরে নরম প্যাডিং থাকে সেটি কেনার আগে দেখে কেনা উচিত।
৫. ব্যাগে যদি একাধিক ভাগ বা পকেট থাকে, তাহলে ওজন সমানভাবে ভাগ করতে হবে।
৬. ব্যাকপ্যাকের আকার যেন পিঠের আকৃতিকে ছাড়িয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এক কাঁধে ব্যাকপ্যাক নেওয়া যতই সহজ মনে হোক, এর প্রভাব শরীরে গভীর ক্ষতি ডেকে আনে। তাই এ অভ্যাস পরিবর্তন করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মায়ো ক্লিনিক, আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন
❑ জীবনের জন্য সচেতনতা থেকে আরও পড়ুন
আরও পড়ুন: এই শীতে ঠোঁট ফাটার যন্ত্রণার শেষ চাইলে পড়ুন

