আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রথমবারের মতো মহাকাশ ঘুরে এলেন সেই মা ও মেয়ে । ভার্জিন গ্যালাকটিকে ঘরে মহাকাশ ঘুরে এসেছেন দুই পর্যটক। রকেট পাওয়ার স্পেস বিমানে করে ভার্জিন কোম্পানি এই প্রথম পর্যটকদের মহাকাশে নিয়ে যায়। বৃহস্পতিবার মহাকাশ স্পেসটি সফলভাবে উড্ডয়ন শেষে আবার পৃথিবীতে ফিরে আসে। খবর দ্য গার্ডিয়ানের
এই মিশনের নাম দেওয়া হয়েছে গ্যালাকটিক-০২, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মহাকাশ স্টেশন থেকে বিমানটি বেলা ১১টার সময় উড্ডয়ন করে।
আরও পড়ুনঃ ৪৭ বছর পর চাঁদে অভিযান রাশিয়ার
মহাকাশ এই যানটিতে মোট ছয়জন ছিলেন। এর মধ্যে মহাকাশ যানটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাসার সাবেক মহাকাশচারী সিজে স্টারকো এবং পাইলট ছিলেন কেলি লেটিমার। দুই পর্যটককে মহাকাশে নিয়ে যাওয়ার আগে তাদের প্রশিক্ষণ দেন ভার্জিন গ্যালাটিকের প্রধান মহাকাশচারী পরীক্ষক বেথ মোসেস।
মহাকাশ যানে চড়ে প্রথমবারের মতো একসঙ্গে মহাকাশ ঘুরে এসেছেন অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তার মা কেইশা শাহাফ।
যাত্রা শুরুর ৪৫ মিনিট পর মহাকাশযানেই ‘জিরো গ্রাভিটি’ বা ওজনহীনতার অভিজ্ঞতার স্বাদ পান আরোহীরা। কিছু সময় মহাকাশে ঘোরার পাশাপাশি মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও দেখেন তারা। মহাকাশ ভ্রমণের দৃশ্য সরাসরি ভিডিও সম্প্রচার করেছে ভার্জিন গ্যালাকটিক।
ভার্জিন গ্যালাকটিক এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহাকাশ ভ্রমণের আয়োজন করল। এবারের মহাকাশ ভ্রমণের জন্য একেকজন যাত্রীকে দিতে হয়েছে সাড়ে চার লাখ মার্কিন ডলার।
আরও পড়ুনঃ ম্যালেরিয়া নির্মূলের ফর্মুলা আবিষ্কার