আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: খুব শিগগিরই চাঁদ ছোঁবে চন্দ্রযান-৩ । চাঁদের কাছাকাছি পৌঁছে গেছে চন্দ্রযান-৩। পৃথিবীর উপগ্রহ থেকে মাত্র ১৭৭ কিলোমিটার দূরে রয়েছে ভারতীয় মহাকাশযানটি। খুব শিগগিরই চাঁদ ছোঁবে সে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে চাঁদের দিকে ছুটে চলেছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫-ও। এরই মধ্যে এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। সেই সঙ্গে মহাকাশ থেকে ছবিও পাঠিয়েছে।
গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ‘চন্দ্রযান-৩’-কে। উৎক্ষেপণের ২২ দিন পর যানটি গত ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
আরও পড়ুনঃ চাঁদের চারপাশে একাধিক স্যাটেলাইট ঘটতে পারে বিপত্তি
এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল মহাকাশযানটি। এই সময় এক এক করে পাঁচবার কক্ষপথ পরিবর্তন করানো হয় তার।
সোমবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ এক বার্তায় ইসরো জানায়, চন্দ্রযান-৩-এর আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
আরও বলা হয়, এই মুহূর্তে চন্দ্রযান-৩ ১৫০ কিমি X ১৭৭ কিমি কক্ষপথে রয়েছে। চাঁদের আকর্ষণেওই কক্ষপথে থেকে চাঁদের চারপাশে পাক খাচ্ছে। পরবর্তী কক্ষপথ পরিবর্তিত হবে বুধবার (১৬ অগস্ট) সকাল সাড়ে ৮টা নাগাদ।
ইসরো জানিয়েছে, এখনও দু’টি কক্ষপথ পেরোনো বাকি চন্দ্রযান-৩-এর। এরপর এটি চাঁদ থেকে ১৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছবে। তারপর তার শেষ গন্তব্য হবে চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরের কক্ষপথ। সেখান থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে সে।
চন্দ্রযান-৩-উৎক্ষেপণ সময়ের প্রায় এক মাস পর শুক্রবার (১১ আগস্ট) ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় রাশিয়ার লুনা-২৫। সফলভাবে সম্পন্ন হয় এই উৎক্ষেপণ।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের প্রায় ৪০ দিন পর চাঁদের মাটিতে নামতে পারে চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যান্ডার ‘বিক্রম’। সফল হলে সেখান থেকে সৌরচালিত রোভার ‘প্রজ্ঞান’ বেরিয়ে চাঁদের মাটি ছোঁবে।
ভারতের চন্দ্রযান-৩ আগামী ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, একই সময়ে তথা আগামী ২৩ আগস্ট চাঁদে অবতরণ করতে চলেছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ও।
তবে দুটি চন্দ্রযান যদি একই সময়ে তথা ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে তাতে কোনো সমস্যা হবে না, এমনটাই জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি ভারতীয় হ্যাকারদের