আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারে বিদ্যুৎ বিল কত ? বর্তমানে সবার বাসায় কম্পিউটার ও স্মার্টফোন রয়েছে। এসব ইলেক্ট্রনিক ডিভাইস বিদ্যুৎ বিলে বেশ প্রভাব ফেলে। খুবই স্বাভাবিক একটি ব্যাপার, যেহেতু এই পণ্যগুলো পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভরশীল তাই এগুলো ব্যবহারে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে।
কম্পিউটার
অনেকেই এখন ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। এজন্য বাইরে যেতে হয় না, ঘরে বসেই কাজটি করা যায়। এজন্য দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় কম্পিউটারের সামনে।
অনেকেই ভাবতে পারেন সারাদিন কম্পিউটার ব্যবহারে মাস শেষে হয়তো হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে। একদমই কিন্তু তা নয়। সাধারণত একটি ডেস্কটপ কম্পিউটার প্রায় ৬৫ থেকে ২৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। মনিটরের জন্য আরও প্রায় ৩৫ থেকে ৮০ ওয়াট বিদ্যুৎ বেশি খরচ হয়। সেই সঙ্গে আনুষাঙ্গিক জিনিস তো রয়েছেই।
আরও পড়ুনঃ ইলেক্ট্রনিক ডিভাইস ফ্যান, টিভি ও ফ্রিজে বিদ্যুৎ বিল কত?
ধরুন আপনি দিনে ৭ ঘণ্টা কম্পিউটার ব্যবহার করেন। আপনার কম্পিউটারটি ১২০ ওয়াটের। তাহলে দিনে ৭ ঘণ্টা ব্যবহার করলে ৭×১২০=৮৪০ ওয়াট/ ঘণ্টা। ৩০ দিন বা এক মাসের হিসাবে মোট বিদ্যুৎ খরচ হয় ৮৪০×৩০= ২৫,২০০ ওয়াট। এই ওয়াট কে আমরা ১০০০ দ্বারা ভাগ করে কিলোওয়াটে নিলে পাই, ২৫,২০০/১০০০= ২৫.২ কিলোওয়াট।
যদি প্রতি ইউনিটের দাম ৭ টাকা হয় তাহলে ২৫.২×৭= ১৭৬.৪ টাকা। অর্থাৎ প্রতিদিন ৭ ঘণ্টা করে যদি আপনি একটি কম্পিউটার ব্যবহার করেন তাহলে মাসে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র ১৭৬.৪ টাকা।
স্মার্টফোন
কমবেশি এখন সবাই স্মার্টফোন ব্যবহার করছেন। অনেকে একাধিক স্মার্টফোনও ব্যবহার করেন। আবার ঘরের অন্যান্য সদস্যদের স্মার্টফোন মিলিয়ে সবার বাড়িতেই ৩-৪টি স্মার্টফোন রয়েছে। কিন্তু এতগুলো ফোন ফুল চার্জ করে মাসে বিদ্যুৎ খরচ কত হচ্ছে, সেই হিসাব রাখছেন কি?
চলুন জেনে নেওয়া যাক একটি স্মার্টফোন প্রতিদিন ২বার ফুল চার্জ করে বছরে আপনার বিদ্যুৎ খরচ কত হবে-
এ বিষয়ে লরেন্স বার্কলে ল্যাবের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়, যদি কোনো স্মার্টফোনে ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে কোনো চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করা হয় সেক্ষেত্রে ২ ঘণ্টা চার্জ দিলে খরচ হয় .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ।
অর্থাৎ যদি আপনি প্রতিদিন ২ ঘণ্টা করে নিজের স্মার্টফোন চার্জ করেন তাহলে সারা বছরে আপনার মোট ২ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যদি প্রতি ইউনিটের দাম ৭ টাকা হলে ফোন চার্জের জন্য প্রতি বছর খরচ ৭×২=১৪ টাকা থেকে ৭×৫=৩৫ টাকা। সারাবছর যদি চারটি ফোন ব্যবহার করেন তাহলে খরচ হবে ১৪×৪= ৫৬ থেকে ৩৫×৪=১৪০ টাকা।
❑ জেনে রাখুন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ৪৩৭ বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধূমকেতু!


