আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মেটার নতুন স্মার্ট চশমা নিয়ন্ত্রণ করা যাবে হাতের ইশারায় । স্মার্ট চশমা আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, যার ডান দিকের লেন্সে রয়েছে ডিসপ্লে। এর মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া, ম্যাপ দেখা বা কথোপকথন অনুবাদ করার মতো কাজ করতে পারবেন। প্রতিষ্ঠানটি এটিকে ‘বিশ্বের সবচেয়ে উন্নত এআই চশমা’ বলে দাবি করছে। রে-ব্যান ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তৈরি এ স্মার্ট চশমায় প্রথমবারের মতো ডিসপ্লে যুক্ত করল মেটা।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মনে করেন, এ ধরনের হাইটেক চশমা বহনযোগ্য কম্পিউটিংয়ের ভবিষ্যৎ। তিনি বলেন, ‘এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তাকে সেই সুযোগ দেয়, যা আপনি দেখছেন ও শুনছেন, তা দেখার ও শোনার।’ আগামী ৩০ সেপ্টেম্বর ৭৯৯ ডলারে চশমাটি বাজারে পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার টাকা।
নতুন এ চশমা নিয়ন্ত্রণ করা যাবে হাতের কব্জিতে পরা একটি ‘নিউরাল ব্যান্ড’-এর মাধ্যমে। এটি ব্যবহারকারীর হাতের নড়াচড়া পর্যবেক্ষণ করে। আঙুলের সামান্য ইশারায় চশমার ভলিউম কমানো-বাড়ানো বা ক্যামেরার জুম নিয়ন্ত্রণ করা যাবে।
তর্জনীর সঙ্গে বুড়ো আঙুল দুবার স্পর্শ করলে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। মেটা জানিয়েছে, শিগগিরই বাতাসে অক্ষর এঁকে টেক্সট লেখার সুবিধাও যুক্ত করা হবে। মেটার একজন মুখপাত্র বলেন, ‘এ ব্যান্ডটি যে পরিমাণ সংকেত শনাক্ত করতে পারে, তা অবিশ্বাস্য।’
মেটা দাবি করেছে, এ চশমা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীকে ‘চারপাশের জগতের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে।’ তবে এ প্রযুক্তির একটি প্রাথমিক পরীক্ষায় ভিন্ন অভিজ্ঞতা হয়েছে এক প্রযুক্তিবিষয়ক সাংবাদিকের। তিনি জানান, মেটার একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় তিনি বুঝতে পারেন, তিনি সাক্ষাৎকারে মনোযোগ না দিয়ে চশমার লেন্সে চলতে থাকা একটি গেমে নজর রেখেছেন।
আরও পড়ুন:
❒ নতুন প্রজন্মের গ্রাফিক্স কার্ড জিফোর্স আরটিএক্স ৫০৬০ বাজারে
❒ চমক তৈরি করতে অভিনব সুগন্ধি মাউস আনছে আসুস
❒ স্মার্ট চশমা থেকেই করা যাবে ফোন কল
❒ ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ তৈরি করেছে জাপান
এ অভিজ্ঞতার পর তিনি মেটার পণ্য ব্যবস্থাপনা পরিচালককে প্রশ্ন করেন, এ চশমা কি সত্যিই সামনাসামনি কথোপকথনে সাহায্য করবে, নাকি মানুষ ফোনের দিকে না তাকিয়ে চশমার দিকে তাকিয়ে থাকায় আরও বেশি অমনোযোগী হয়ে পড়বে?
জবাবে তিনি বলেন, ‘স্মার্টফোন বা অন্য যেকোনো নতুন প্রযুক্তির মতোই এর ব্যবহার সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হবে। তবে আমরা মনে করি, এটি ব্যবহারকারীকে বর্তমান মুহূর্তে আরও বেশি মনোযোগী করে তুলবে।’
সূত্র: স্কাই নিউজ
❑ প্রযুক্তি পণ্য থেকে আরও পড়ুন
আরও পড়ুন: এক্সজিমির নতুন প্রজেক্টর এবার পেশাদারদের জন্য

