আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে । স্মার্টফোন কিংবা ট্যাবের মতো উন্নত প্রযুক্তিনির্ভর ডিভাইসগুলোর সর্বোচ্চ কর্মক্ষমতা ধরে রাখতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। সাধারণত অ্যাপ ও অপারেটিং সিস্টেম আপডেট রাখাই এই যত্নের মূল অংশ।
তবে ডিভাইস পরিষ্কার রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ধুলা, ময়লা, লিন্ট বা আঠালো অংশ শুধু ডিভাইসের চেহারাকেই ক্ষতিগ্রস্ত করে না বরং এর পারফরম্যান্সও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।
টাচস্ক্রিন পরিষ্কার রাখা যেমন জরুরি ঠিক তেমনি চার্জিং পোর্ট বা ইউএসবি পোর্ট নিয়মিত পরিষ্কার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে চার্জার বা ডেটা কেবল সংযোগে কোনো বাধা তৈরি হয় না এবং পোর্টের ভিতরে জমে থাকা ময়লা সময়ের সঙ্গে সঙ্গে যে শারীরিক ক্ষতি করতে পারে সেটিও প্রতিরোধ করা যায়।
প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, ইউএসবি পোর্ট পরিষ্কার করা যতটা প্রয়োজনীয়, প্রক্রিয়াটি ততটাই সংবেদনশীল। একটি ছোট ভুলও ডিভাইসের ক্ষতি ডেকে আনতে পারে।
প্রযুক্তি সেবা কোম্পানি অ্যাসুরিয়ন সতর্ক করেছে, ইউএসবি পোর্ট পরিষ্কার করতে কখনোই ধাতব বস্তু ব্যবহার করা উচিত নয়। এতে পোর্টের অভ্যন্তরীণ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাছাড়া মুখে ফুঁ দিয়ে ধুলা বা লিন্ট উড়ানোর চেষ্টা করাও বিপজ্জনক কারণ নিঃশ্বাসে থাকা আর্দ্রতা পোর্টের ভেতরে ঢুকে জং বা মরিচা সৃষ্টি করতে পারে যা এর কার্যক্ষমতা নষ্ট করে দেয়।
অ্যাসুরিয়ন তাদের গবেষণার ভিত্তিতে এমন একটি নিরাপদ পদ্ধতি দিয়েছে যেটি অনুসরণ করলে ফোনের ইউএসবি পোর্ট পরিষ্কার রাখতে পারবেন কোনো ক্ষতির ঝুঁকি ছাড়াই।
অ্যাসুরিয়ন পদ্ধতিতে ফোনের ইউএসবি পোর্ট পরিষ্কার করার ধাপগুলো হলো-
১. প্রথমে ডিভাইসটি সম্পূর্ণ বন্ধ করুন।
২. উজ্জ্বল আলোতে ইউএসবি পোর্টটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন, ভেতরে কতটা ধুলা বা ময়লা জমেছে তা বুঝতে পারবেন।
৩. বাল্ব সিরিঞ্জ বা কমপ্রেসড এয়ার ব্যবহার করে পোর্টে আলতো করে বাতাস দিন যাতে ঢিলা ধুলা বা লিন্ট বেরিয়ে আসে।
৪. এরপর একটি টুথপিক বা কটন সোয়াব নিয়ে খুব সতর্কভাবে পোর্টের ভেতরে ঢুকিয়ে হালকা করে ঘষে ময়লা তুলুন।
৫. আবারও বাল্ব সিরিঞ্জ বা কমপ্রেসড এয়ার ব্যবহার করে অবশিষ্ট ধুলা বা ময়লা উড়িয়ে দিন।
আরও পড়ুন:
❒ ৫ মিনিটে Excel-এর ৫টি ফর্মুলা শিখে ফেলুন
❒ নেট নেই? এই ৩টি অ্যাপ অফলাইনে চালাবে অফিসের কাজ!
❒ ফ্রিতে Canva Pro ব্যবহার করুন-এই ট্রিকস কাজে লাগান!
❒ যে Gmail ট্রিকসগুলো আপনি জানতেন না!
❒ ১ মিনিটে আপনার মোবাইল দ্রুত করুন-৩টি সেটিংস অফ করলেই হবে!
❒ জিমেইলের ১০টি সেটিংস যা আপনার সময় বাঁচাবে
৬. সব ময়লা পরিষ্কার হয়েছে কিনা নিশ্চিত হতে উজ্জ্বল আলোয় পোর্টটি আবারও পরীক্ষা করুন।
৭. সব ঠিক থাকলে চার্জার কেবল যুক্ত করে দেখুন ডিভাইসটি ঠিকভাবে সংযুক্ত হচ্ছে ও চার্জ নিচ্ছে কিনা।
যদি ডিভাইস এরপরও চার্জ নিতে সমস্যায় পড়ে তাহলে এটি ব্যাটারি বা হার্ডওয়্যার সমস্যার ইঙ্গিত হতে পারে আর পোর্টে যদি জং ধরে যায় বা মরিচা পড়ে তাহলে নিজের হাতে না করে প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই ভালো উপায়।
এই নিরাপদ পরিষ্কার করার কৌশল নিয়মিত অনুসরণ করলে স্মার্টফোনের চার্জিং পোর্ট শুধু দীর্ঘস্থায়ীই হবে না বরং চার্জিং এবং ডেটা ট্রান্সফার পারফরম্যান্সও থাকবে আগের মতো দ্রুত ও কার্যকর।
❑ আইসিটি টিপস থেকে আরও পড়ুন
আরও পড়ুন: বিনা অ্যাপে মোবাইলের স্ক্রিন রেকর্ড করুন

