আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ঘিবলি স্টাইলে নিজের ছবি তৈরি করে নিন সহজে । সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনকার ট্রেন্ডিং ঘিবলি স্টাইলে নিজের ছবি শেয়ার করা। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো এই নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।
জনপ্রিয় এআই চ্যাটবট মানুষের জন্য একটি অনন্য ফিচার চালু করেছে, যা চালুর সঙ্গে সঙ্গে মানুষকে পাগল করে তুলেছে। চ্যাটজিপিটির এই ফিচার দিয়ে ব্যবহারকারীরা তাদের পছন্দের যেকোনো ছবি এবং জনপ্রিয় মিমগুলোকে স্টুডিও ঘিবলির মতো ছবিতে রূপান্তর করতে পারবেন।
এই ছবিগুলো দেখে সবাই অবাক হচ্ছেন যে এই ছবিটা কিভাবে তৈরি হলো? ওপেন এআই-এর নতুন GPT-4o ইমেজ জেনারেশন টুলের সাহায্যে, ব্যবহারকারীরা এখন এআই দিয়ে আশ্চর্যজনক ছবি তৈরি করতে পারবেন। আসুন জেনে নিই ঘিবলি ছবিটি কী, এটি কীভাবে তৈরি করা যায়?
ঘিবলি ছবি হল একটি বিশেষ ধরনের অ্যানিমেটেড আর্ট ফর্ম্যাট যা ওপেন এআইয়ের জিপিটি-৪জিরো (GPT-4o) ইমেজ টুলের সাহায্যে তৈরি করা যেতে পারে। এই টুলটি যেকোনো ছবিকে ঘিবলি স্টাইলে বদলানোর ক্ষমতা রাখে। এই ফিচারের মাধ্যমে, ইউজারর তাদের সাধারণ ছবিগুলোকে জাপানি অ্যানিমেশনের মতো সুন্দর করে তোলে।
কীভাবে তৈরি কররেন ঘিবলি স্টাইল ইমেজ?
আপনিও যদি আপনার ছবিকে ঘিবলি স্টাইল ছবিতে বদলাতে চান, তবে তার জন্য আপনাকে কিছু সহজ স্টেপস ফলো করতে হবে।
আরও পড়ুনঃ
❒ মোবাইল ইন্টারনেট ডেটা এবং ব্রডব্যান্ডের পার্থক্য জানুন
❒ ডোমেইন রেটিং কি এটি কিভাবে বাড়ানো যায়?
❒ অনলাইনে বাস-ট্রেন ও বিমানের টিকিট কাটবেন যেভাবে
❒ কোরিয়া লটারি আবেদন করার বিস্তারিত নিয়ম জেনে নিন
❒ পাসপোর্ট লাগে না বিশ্বের যে ৩ জনের মানুষের
❒ হারিয়ে যাওয়া NID ডাউনলোড করুন
❆ জিপিটি-৪জিরো টুল এক্সেস করতে হবে- OpenAI এর ChatGPT এর প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।
❆ আপনার ছবি আপলোড করুন – যেই ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করার আছে, সেটিকে টুলে আপলোড করে দিন।
❆ এবার টুলে লিখুন যে এই ছবিটিকে ঘিবলি এনিমেশন স্টাইলে তৈরি করতে।
❆ এবার কিছু সেকেন্ড এআই-এর সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয় যাবে।
❆ তৈরি করা ছবি এবার সেভ করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
বর্তমান এই সুবিধা শুধুমাত্র চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে পাওয়া যাবে। যার মানে ফ্রি ভার্সনে এই ফিচারটি পাওয়া যাবে না।
❑ জেনে রাখুন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ঘিবলি স্টাইল ইমেজ কী এটি কিভাবে ছবি জনপ্রিয় হলো


