আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গ্রীষ্মে ইলেকট্রনিক ডিভাইস গরম হলে সুরক্ষায় করণীয় । গরমে ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এ সময় দেখা যায় মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, ফ্রিজ অন্যান্য সময়ের চেয়ে বেশি গরম হয়। শুধু যে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম হয়ে যায় তা কিন্তু নয়। অনেক বড় বিপদও হতে পারে।
গরমে বা অতিরিক্ত রোদের মধ্যে স্মার্টফোন ব্যবহার কম করতে হবে। প্রয়োজনে বাজারে বিভিন্ন রকমের স্মার্টফোনের কুলিং ফ্যান পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া মোবাইল গরম হয়ে গেলে অবশ্যই যতদ্রুত সম্ভব ঠাণ্ডা করার ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া এখন কাজের প্রধান ভরসা কম্পিউটার ও ল্যাপটপ। মোবাইলের মতো এগুলোরও একই অবস্থা। তাই গরমে এসব ইলেকট্রনিক ডিভাইসের বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলে জেনে নেওয়া যাক গরমে কীভাবে এসব ইলেকট্রনিক ডিভাইসের খেয়াল রাখবেন।
ল্যাপটপ কিংবা টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস এক নাগাড়ে ব্যবহার হতে থাকে। ফলে এইসব ডিভাইস গরম হয়ে যাওয়া স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ডিভাইস থেকে ভেতরে জমে থাকা অতিরিক্ত তাপ নির্গত হতে পারে না। আর সেই কারণেই টিভি, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা দেখা যায়।
ইলেকট্রনিক ডিভাইস গরম হলে সুরক্ষায় করণীয়
১। মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে যদি মনে হয় ডিভাইসটি অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে ব্যবহার বন্ধ রাখুন। চার্জে বসিয়ে কাজ না করাই ভালো। হয় তাহলে চার্জ থেকে খুলে ফেলুন। এতে ডিভাইসটির ব্যাটারি ও সফটওয়্যার ঠাণ্ডা হওয়ার সময় পাবে।
আরও পড়ুনঃ গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?
২। মোবাইল ফোন যদি গরম হতে থাকে, সবার প্রথমে উচিত ব্রাইটনেস কমানো। ফোনটির ফ্লাইটমোড অপশন চালু করলে মোবাইলের তাপমাত্রা কমতে থাকবে।
৩। সরাসরি রোদ থেকে ডিভাইসগুলোকে দূরে রাখাই শ্রেয়। যতটা সম্ভব ঠাণ্ডা জায়গায় রেখে ব্যবহার করা উচিত। মোবাইল ফোনের ক্ষেত্রে কভার খুলে দিতে পারেন। ল্যাপটপ গরম হলে তা উল্টে রাখলেও কিছুটা ঠাণ্ডা হবে।
৪। বিশেষ করে ল্যাপটপ, টিভির ক্ষেত্রে অতিরিক্ত কুলিং প্যাড লাগাতে পারেন। তাতে সেই ফ্যান ডিভাইসগুলোকে ঠাণ্ডা রাখতে পারবে।
৫। গরমের দিনে একনাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন। এর ফলে ডিভাইস টেকসই হবে।
৬। গরমে যেহেতু বাইরের তাপমাত্রা অত্যধিক থাকে, তার জন্যও ঘরের ভেতরে থাকা ইলেকট্রনিক জিনিস দ্রুত গরম হয়ে যায়। এজন্য চেষ্টা করুন ল্যাপটপে কাজ করলে এসি ঘরে বসে কাজ করতে। তাহলে আপনার ডিভাইস তুলনায় কম গরম হবে এবং ল্যাপটপের মেয়াদ বাড়বে।
৭। অনেকসময় আমরা বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সঠিকভাবে পরিষ্কার করি না। ইলেকট্রনিক ডিভাইসে ধুলো জমে থাকলে ডিভাইস সহজে গরম হয়ে যায়। এই তালিকায় স্মার্টফোন, এসি, ল্যাপটপ সবই থাকতে পারে। তাই ইলেকট্রনিক ডিভাইস সব সময় ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি। এর ফলে ওইসব ইলেকট্রনিক ডিভাইস অনেকদিন ভালো থাকবে।
ডিভাইসে যদি আগুন ধরে যায় তাহলে যা করবেন
১। আগুন লাগার পরে যদি সম্ভব হয়, প্লাগ থেকে ডিভাইসটির চার্জার খুলে দিন। বড় কোনো ইলেকট্রনিক যন্ত্র হলে সবার আগে প্রধান সুইচটি বন্ধ করে দিন।
২। যদি আগুনের তীব্রতা কম হয় ও নিজেই নিয়ন্ত্রণে আনার মতো হয় তাহলে তা নেভানোর চেষ্টা করুন। তবে ভুলেও পানি ব্যবহার করবেন না। কারণ, পানি বিদ্যুতের সুপরিবাহী হিসাবে কাজ করে। যা বড় ক্ষতি ডেকে আনতে পারে।
৩। যদি আগুন ছড়িয়ে পড়ে ও আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনো ঝুঁকি না নিয়ে দমকল বা জরুরী সেবার নম্বরে ফোন করুন।
৪। আগুন লাগা ডিভাইসটি ব্যবহার না করাই ভালো। পরবর্তীতে তা থেকে বড় ক্ষতির সম্ভাবনা থাকে।
❑ জীবনের জন্য সচেতনতা থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ হঠাৎ লিফটে আটকে গেলে যা করবেন


