আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গুগলের ‘কলিং কার্ড’: অ্যান্ড্রয়েডে নতুন চমক । গুগলের ফোন অ্যাপে ‘কলিং কার্ড’ নামে নতুন এক ফিচার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ইনকামিং কল স্ক্রিনে কনটাক্টদের জন্য কাস্টমাইজ ভিউ তৈরি করা যাবে।
ফিচারটি অনেকটা আইফোনে ২০২৩ সালে চালু হওয়া ‘কনটাক্ট পোস্টার’-এর মত। ফলে ছোট্ট প্রোফাইলের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো স্ক্রিনজুড়ে কলারের ছবি ও স্টাইলাইজড নাম দেখা যাবে।
আপডেটটি আসছে অ্যান্ড্রয়েডের ‘ম্যাটিরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন ল্যাঙ্গুয়েজের অংশ হিসেবে যেখানে চলতি বছরের জুনে গুগল একটি নতুন ফোন অ্যাপ ইন্টারফেইস নিয়ে পরীক্ষা করেছিল।
এ মাসের শুরুতে বেটা সংস্করণে কনটাক্ট ও ফোন অ্যাপে ফিচারটি দেখা গেলেও এখন থেকে ধীরে ধীরে পাবলিক রিলিজ শুরু হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
গুগলের ঘোষণা অনুযায়ী, ফোন অ্যাপের ভি১৮৮ সংস্করণে এই ফিচার বিশ্বব্যাপী উন্মুক্ত করা হচ্ছে। তবে ধাপে ধাপে সবার কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ফোন অ্যাপের হোম ট্যাবে ‘ইন্ট্রোডিউসিং কলিং কার্ড: কাস্টমাইজ হাও ইউ সি ইওর কনটাক্ট হোয়েন দে কল ইউ’ লেখা একটি ব্যানার দেখতে পাবেন।
সেখান থেকে ট্যাপ করলেই পৌঁছে যাবেন ‘কলিং কার্ড’ পেইজে। চাইলে কনটাক্টস অ্যাপ থেকেও ম্যানুয়ালি অ্যাক্সেস করা যাবে। প্রতিটি কনটাক্টের জন্য ব্যবহারকারীরা ক্যামেরা, গ্যালারি বা গুগল ফটোস থেকে ছবি বেছে নিতে পারবেন। এ ছাড়া নাম দেখানোর জন্য ফন্ট ও রঙের বিকল্পও বেছে নেওয়ার সুযোগ থাকবে।
গুগলের কলিং কার্ডস-এ ব্যবহারকারীরা নিজেদের জন্য এমন কোনো ডিজাইন তৈরি করতে পারবেন না যা অন্যের ফোনেও দেখাবে। বরং এই ফিচার কেবল ব্যবহারকারীর নিজের ডিভাইসেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ যেসব কনটাক্টের জন্য ব্যবহারকারী কাস্টমাইজড কলিং কার্ড ব্যবহার করতে চান সেগুলো একে একে নিজে সেট করতে হবে।
তবে একটি মজার দিক হলো ব্যবহারকারীর তৈরি করা কার্ড কনটাক্টরা পরিবর্তন করতে পারবেন না ফলে তিনি নিজের ইচ্ছেমতো তাদের কল স্ক্রিন সাজাতে পারবেন।
আরও পড়ুন:
❒ মটোরোলা ফোনে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬ বিটা পরীক্ষা
❒ স্যামসাং শিগগিরই বাজারে আনছে সাশ্রয়ী দামের স্মার্টফোন
❒ বাংলাদেশের গেমিং জগতে এলো ইনফিনিক্সের জিটি ৩০ প্রো
❒
কলিং কার্ডস-এর পাশাপাশি গুগল ফোন অ্যাপে ‘টেইক এ মেসেজ’ নামে আরেকটি ফিচার যুক্ত হচ্ছে। কোনো কল মিস হলে এটি নিজ থেকেই রিসিভ করে ভয়েসমেইল ট্রান্সক্রাইব করে দেবে।
ব্যবহারকারীরা চাইলে নিজেদের কাস্টম গ্রিটিং রেকর্ড করতে পারবেন আবার চাইলে আগের নির্ধারিত গ্রিটিং অপশন থেকেও বেছে নিতে পারবেন। ভয়েসমেইলের অডিও ও ট্রান্সক্রিপ্ট অ্যাপের রিসেন্ট ট্যাবে পাওয়া যাবে। গুগলের দাবি, সব বার্তাই শুধু ব্যবহারকারীর ডিভাইসে নিরাপদে সংরক্ষিত হবে।
ফিচারটি বর্তমানে পিক্সেল ৪ বা তার পরবর্তী মডেলের ফোনে এবং পিক্সেল ওয়াচ ২-এ ব্যবহার করা যাবে। নতুন দুটি ফিচারের মাধ্যমে ফোন অ্যাপকে আরও ব্যক্তিগত ও কার্যকর করে তুলছে গুগল।
❑ স্মার্টফোন থেকে আরও পড়ুন
আরও পড়ুন: ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন রিয়েলমি নোট ৭০ বাজারে

