আইসিটি স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ২০২৫ লাইভ: মোবাইলে দেখুন ফ্রিতে । আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে সংক্ষিপ্ত ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে মোট আটটি দল।
গ্রুপ বিভাজন
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (স্বাগতিক), ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
গত আসরে (২০২৩) শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবারও তারা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নামছে টুর্নামেন্টে। প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর, আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।
গাড়িতে বসে বাইরে কোনো কাজে যাচ্ছেন। অথবা অফিস থেকে ফিরে গা এলিয়ে দিয়েছেন বিছানায়। কিন্তু ওই সময়েই এশিয়া কাপ ২০২৫ প্রিয় দলের খেলা। ভাবনা কী! হাতের কাছে মোবাইল তো আছে। তা দিয়েই অনলাইন লাইভ স্ট্রিমিংয়ে গিয়ে বিছানায় শুয়ে শুয়েই দেখে নিতে পারবেন পুরো ম্যাচ। তার জন্য গুনতে হবে না বাড়তি কোনো অর্থ।
ফ্রিতে এশিয়া কাপ ২০২৫ কিভাবে দেখবেন?
অনলাইনে এশিয়া কাপ ২০২৫ দেখবেন যেভাবে । অনলাইনে এশিয়া কাপ ২০২৫ লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন যেভাবে । অনেকেই আছেন যারা মোবাইলে খেলা দেখতে পছন্দ করেন। শুধু তারা চাইলে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি ছাড়াই এশিয়া কাপ ২০২৫ লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। খেলাগুলো সরাসরি দেখার জন্য প্রথমে গুগল থেকে sportzfy এ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হলে এ্যাপসে প্রবেশ করে বিশ্বের যেকোনো জায়গা থেকে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি ছাড়াই এশিয়া কাপ ২০২৫ এর সব খেলা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
সাবস্ক্রিপশন ফি ছাড়াই এশিয়া কাপ ২০২৫ এর সব খেলা দেখবেন কীভাবে?
অনেকেই অবশ্য জানেন না কোন চ্যানেল বা অ্যাপে দেখা যাবে খেলা। তবে সেই কৌতূহল মিটিয়েছে sportzfy app. এই অ্যাপ মোবাইলে ইন্সটল করে এশিয়া কাপ ২০২৫ এর সব গুলো খেলা দেখা যাবে বিনামূল্যে। App Download Link ক্লিক করুন।
| App Title | Sportzfy TV |
| Category | Sports & Entertaiment |
| Required Android | 6.7 or Above |
| APK File Size | 13.7 MB |
| File Type | .APK V8.3 |
| Developer | Sportzfy Team |
| Updated | 1 Day Ago |
| Price | Free |
❑ ক্রিকেট থেকে আরও পড়ুন
আরও পড়ুন: এশিয়া কাপ ২০২৫: দেখে নিন আট দলের স্কোয়াড

