আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আইফোনের ইতিহাসে সবচেয়ে স্লিম ডিজাইনের নেপথ্যে বাংলাদেশি প্রতিভা । যুক্তরাষ্ট্রে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের চারটি মডেলের আইফোন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল আইফোন এয়ার। মডেলটির পুরু মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার হলেও বেশ মজবুত। অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা এই আইফোনের ফ্রেম তৈরি করা হয়েছে টাইটানিয়াম ধাতু দিয়ে। আইফোনটির নকশা করেছেন অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী।
বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার আবিদুর চৌধুরী প্রযুক্তি জগতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন ‘iPhone Air’—যা এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন—এর নকশার পেছনে রয়েছেন এই প্রতিভাবান শিল্পী। মাত্র ৫.৫ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটি টাইটানিয়াম বডি, সিরামিক শিল্ড গ্লাস এবং AI-চালিত ক্যামেরা সিস্টেমের সমন্বয়ে তৈরি।
আবিদুর চৌধুরী: পরিচয় ও পেশাগত জীবন
আবিদুর চৌধুরী লন্ডনে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন এবং বর্তমানে সান ফ্রান্সিসকোতে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কর্মরত। তিনি লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি 3D Hubs Student Grant, James Dyson Foundation Bursary এবং Red Dot Design Award সহ একাধিক পুরস্কার লাভ করেন।
২০১৯ সালে তিনি অ্যাপলে যোগ দেন এবং তখন থেকেই বিভিন্ন উদ্ভাবনী পণ্যের ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর আগে তিনি যুক্তরাজ্যের Layer, Cambridge Consultants এবং Curventa-তে কাজ করেছেন এবং নিজের ডিজাইন কনসালটেন্সি প্রতিষ্ঠানও পরিচালনা করেছেন।
iPhone Air: ডিজাইন দর্শন
আবিদুরের ডিজাইন দর্শন ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রযুক্তির সমন্বয়ে গঠিত। তিনি বলেন, “এটি এমন একটি প্যারাডক্স যা আপনি হাতে নিয়ে অনুভব করতে পারবেন।”
iPhone Air-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা, ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা এবং ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে। ডিভাইসটি A19 Pro চিপ দ্বারা চালিত, যা উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।
আরও পড়ুন:
❒ আইফোন ১৭-এর সব মডেল তৈরি হচ্ছে ভারতে
❒ মটোরোলা ফোনে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬ বিটা পরীক্ষা
❒ আইফোন ১৭ সিরিজে রঙের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে
❒ বাংলাদেশের গেমিং জগতে এলো ইনফিনিক্সের জিটি ৩০ প্রো
বাংলাদেশের জন্য গর্ব
আবিদুর চৌধুরীর এই অর্জন বিশ্বব্যাপী বাংলাদেশি প্রতিভার স্বীকৃতি। তাঁর নকশায় প্রযুক্তি, নান্দনিকতা ও ব্যবহারিকতা একত্রিত হয়েছে, যা ভবিষ্যতের ডিজাইনের পথপ্রদর্শক।
এই সাফল্য প্রমাণ করে, সঠিক সুযোগ ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশি প্রতিভারা বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম।
সূত্র: গ্যাজেট ৩৬০, এনডিটিভি
❑ স্মার্টফোন থেকে আরও পড়ুন
আরও পড়ুন: বহুল কাঙ্ক্ষিত আইফোন ১৭ সিরিজ বাজারে এলো

