আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ৬৪২টি বাজপাখি বিক্রি হয়েছে রেকর্ড ২৩ কোটি টাকায় । বাজপাখির আন্তর্জাতিক প্রদর্শনীতে এবার ৬৪২টি বাজপাখি বিক্রি হয়েছে রেকর্ড ৮০ লাখ সৌদি রিয়ালে। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ১৬ হাজার টাকার সমান। সর্বোচ্চটি বিক্রি হয়েছে পাঁচ লাখ সৌদি রিয়ালে, বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৪৪ লাখ টাকায়। সৌদির দেশিয় জাতের ছিল ওই বাজপাখিটি। গত বছর সর্বোচ্চটি বিক্রি হয়েছে দুই লাখ ৭০ হাজার রিয়ালে। সৌদি আরবের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে মিশে থাকা বাজপাখি নিয়ে তৃতীয় বারের মতো আর্ন্তজাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। খবর সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি আরবের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বাজপাখি নিয়ে তৃতীয় বারের মতো আর্ন্তজাতিক প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
আরও পড়ুনঃ চন্দ্র অভিযানে কোন দেশের খরচ কত হয়েছে?
সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং এক্সিবিশনের তৃতীয় পর্বের আয়োজনটি গত সপ্তাহে শেষ হয়েছে রাজধানী রিয়াদের উত্তরে মালহামে সৌদি ফ্যালকনস ক্লাবের প্রধান কার্যালয়ে। ২১ দিনব্যাপী প্রদর্শনীতে কমপক্ষে ৬৪২টি বাজপাখি বিক্রি হয়েছে। এবারের মোট বিক্রির পরিমাণ গত বারের তুলনায় ২১৮ শতাংশ বেশি।
সৌখিন শিকারীদের আকৃষ্ট করতে এবং সৌদির সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে মূলত এ আয়োজন। এবারের আয়োজনে অংশ নেয় যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য ও অস্ট্রিয়াসহ বিশ্বের ১৬টি দেশের ৩৯টি বাজপাখির ক্লাব ও খামার।
এমন আয়োজনের লক্ষ্য আরবীয় এ সংস্কৃতির ব্যাপক প্রচার ও প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে শৌখিন শিকারীদের শখের প্রকৃত মূল্যবোধকে তুলে ধরা। এছাড়া এ আয়োজনের মাধ্যমে সৌদি আরব ছাড়াও আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের বিভিন্ন ধরনের বাজপাখি এবং শিকারের সরঞ্জাম প্রদর্শন ও বিক্রির জন্য ব্যাপক সাড়া মেলে বলে জানায় কর্তৃপক্ষ। ২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের অক্টোবরে দ্বিতীয় প্রদর্শনীতে ৭০ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতিতে প্রায় পাঁচ কোটি টাকার বাজপাখি বিক্রি হয়েছে।
আরও পড়ুনঃ বদমেজাজ জাহান্নামি মানুষের লক্ষণ