আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ৬০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন নিয়ে এলো অনার । ৬০০০ এমএএইচ ব্যাটারির এক্স৭বি মডেলের ফোনটি চলতি সপ্তাহেই বাজারে ছাড়া হয়েছে। আন্তজার্তিক বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় ফোনটি বেশ সস্তাও।
অনার ব্রান্ডের এক্স৭বি মডেলের ফোনটি গত শুক্রবার (১ ডিসেম্বর) বাজারে এসেছে। এর রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে সবচেয়ে ভাল দিক হচ্ছে, এর শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।
ফোনটির ৬০০০ এমএএইচ ব্যাটারি ভিডিও দেখতে ১৮ ঘন্টা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্রাউজিংয়ে ২৪ ঘণ্টা এবং গান শুনতে ৬৯ ঘণ্টা পর্যন্ত ব্যকআপ দেবে বলে দাবি করছে কোম্পানি।
আরও পড়ুনঃ সাশ্রয়ী দামে স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৫ বাজারে
মডেলটি ফ্লোয়িং সিলভার (ধূসর), ইমেরাল্ড গ্রিন (সবুজ) ও মিডনাইট ব্ল্যাক–এই তিন রঙে পাওয়া যাবে। এটির দাম ২৪৯ ডলার (২২৯ ইউরো)। তবে অঞ্চলভেদে ও স্টোরেজ ভার্সন অনুসারে দাম কম-বেশি হতে পারে।
অনার এক্স৭বিতে আরও যা যা থাকছে: পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট।
সেল্ফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল, ডিসপ্লে: এলসিডি, রেজল্যুশন: এফএইচডি, রিফ্রেশ রেট: ৯০ হার্টজ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড মাউন্টেড। অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭ দশমিক ২, চিপসেট: স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি, ইউএসবি সি পোর্ট: আছে, ব্যাটারি: ৬০০০ এমএএইচ, চার্জিং: ৩৫ ওয়াট।
আরও পড়ুনঃ ভিভোর গেমিং নতুন স্মার্টফোন ওয়াই ২৭এস