আইসিটি ওয়ার্ল্ড নিউজ: ৫ মিনিটে Excel-এর ৫টি ফর্মুলা শিখে ফেলুন । Excel শেখা মানেই কঠিন গণনা নয়। মাত্র ৫টি ফর্মুলা শিখলেই আপনি অফিস, পড়াশোনা বা ফ্রিল্যান্সিং-এ এগিয়ে যেতে পারবেন। আসুন দেখে নেই সেগুলো কীভাবে কাজ করে।
১। SUM
কাজ: সংখ্যাগুলোর যোগফল বের করে।
ব্যবহার: `=SUM(A1:A5)` — A1 থেকে A5 সেলের সংখ্যার যোগফল।
২। AVERAGE
কাজ: গড় বের করে।
ব্যবহার: `=AVERAGE(B1:B5)` — B1 থেকে B5 পর্যন্ত গড়।
৩। IF
কাজ: শর্ত অনুযায়ী ফলাফল দেয়।
ব্যবহার: `=IF(C1>50, “Pass”, “Fail”)` — C1 এর মান ৫০ এর বেশি হলে “Pass”, না হলে “Fail”।
৪। CONCATENATE (বা TEXTJOIN)
কাজ: একাধিক টেক্সট একত্র করে।
ব্যবহার: `=CONCATENATE(D1, ” “, E1)` — D1 ও E1 এর টেক্সট একত্র করে।
আরও পড়ুন:
❒ ১ মিনিটে আপনার মোবাইল দ্রুত করুন-৩টি সেটিংস অফ করলেই হবে!
❒ Microsoft Word ব্যবহার শেখার ৭টি চমৎকার ট্রিকস
❒ PowerPoint প্রেজেন্টেশন সুন্দর করার ৫টি গোপন কৌশল
❒ স্মার্টফোনে চালু করুন ভূমিকম্পের সতর্কবার্তা
❒ ১০টি সহজ সেটিং বাড়িয়ে দেবে ফোনের লাইফ ও পারফরম্যান্স
❒ স্মার্টফোন দ্রুত চার্জ করতে ৫ টিপস
৫। VLOOKUP
কাজ: এক কলাম থেকে মান খুঁজে এনে অন্য কলামের তথ্য দেয়।
ব্যবহার: `=VLOOKUP(101, A2:C10, 2, FALSE)` — A2 থেকে C10 রেঞ্জে ১০১ আইডির ২য় কলামের মান দেখায়।
এই ৫টি ফর্মুলা শিখলে Excel ব্যবহার অনেক সহজ হয়ে যাবে। কাজে লাগান এখনই!
❑ আইসিটি টিপস থেকে আরও পড়ুন
আরও পড়ুন: নেট নেই? এই ৩টি অ্যাপ অফলাইনে চালাবে অফিসের কাজ!