আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরার ফোন এনেছে শাওমি । দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে শাওমি। ৬.৭৯ ইঞ্চি এফএইচডি (ফুল হাই ডেফিনেশন) পর্দার ‘রেডমি ১২’ মডেলের এই ফোনে ২ গিগাহার্জ গতির মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
আরও পড়ুনঃ স্মার্টফোন টেকনো ক্যামন ২০ প্রো বাজারে
ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব।
২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার এ ফোনে ৮ গিগাবাইট র্যাম রয়েছে। ধুলাবালু ও পানি প্রতিরোধক ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘“মেক ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় রেডমি ১২ মডেলের ফোনটি বাংলাদেশে সংযোজন করা হয়েছে। আকর্ষণীয় নকশার ফোনটি দেশে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আমরা ধারণা করছি।’
আরও পড়ুনঃ ২০ বছরের মধ্যেই আসবে এলিয়েন!