আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ৪৫০ কোটি ডলার জরিমানায় ‘ভুগেছে’ গুগলের উদ্ভাবন । সাত বছর আগে গুগলকে ইইউ’র করা সাড়ে চারশ কোটি ডলার জরিমানার ফলে কোম্পানিটির উদ্ভাবনী কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করেছে এই প্রযুক্তি জায়ান্ট।
ওই রায় বাতিলের জন্য ইউরোপের শীর্ষ আদালতে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আর্জি পেশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে, নিম্ন আদালত ইউরোপীয় কমিশনের পক্ষেই রায় দেয়েছে। ইইউ’র পক্ষে রায় বহাল রাখার সময় নিম্ন আদালত বলেছিল, প্রতিদ্বন্দ্বীদের দমন করতে নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে কোম্পানিটি। তবে, এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে চারশ ১০ কোটি ইউরো করে আদালত।
নিম্ন আদালতের দেওয়া ওই রায়ের দুই বছর পর মঙ্গলবার জরিমানার বিরুদ্ধে লুক্সেমবার্গভিত্তিক ইউরোপীয় ইউনিয়নের আদালতে আপিল করেছে গুগল।
আদালতে গুগলের আইনজীবী আলফনসো লামাদ্রিদ বলেছেন, “গুগল আইনের অধীনে থেকে নিজেদের দায়িত্ব পালনে কার্পণ্য করেনি বা এড়িয়ে যায়নি। তবে তদন্ত চালানো, বাজারকে নতুন আকার দিতে চাওয়া, প্রতিযোগিতামূলক বিভিন্ন ব্যবসায়িক মডেল অনুমান করা ও শত কোটি ইউরো জরিমানা আরোপের বেলায় কমিশনেরও দায়িত্ব রয়েছে।”
“এই ক্ষেত্রে, কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং আইনের একাধিক ত্রুটির উপর ভিত্তি করে গুগলকে তার যোগ্যতা, আকর্ষণী সক্ষমতা ও উদ্ভাবনের জন্য শাস্তি দিয়েছে ইইউ।”
তবে, আদালতে গুগলের প্রশ্নবিদ্ধ নানা অনুশীলনের পক্ষে সাফাই গেয়েছেন লামাদ্রিদ। এর মধ্যে রয়েছে ফোন নির্মাতাদের তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ, ক্রোম ব্রাউজার ও গুগল প্লে অ্যাপ স্টোর প্রি-ইনস্টল করতে বাধ্য করা, এবং এসবের প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোকে অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে দূরে রাখা।
আরও পড়ুনঃ
❒ ১৩ হাজার বছরের পুরনো ত্রিমাত্রিক মানচিত্র ফ্রান্সে
❒ মাস্টারকার্ড-এর ফ্ল্যাগশিপ ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫’ শুরু
❒ ছয়শ কোটি ডলারের নতুন তহবিল পেল এক্সএআই
❒ ইলন মাস্ক ইতিহাসে সবচেয়ে ধনী
এদিকে, ইইউ অ্যান্টিট্রাস্ট প্রয়োগকারীরা বলেছেন, গুগলের এই ধরনের অনুশীলন বাজার প্রতিযোগিতাকে ব্যাহত করেছে আর, লামাদ্রিদ যুক্তি দিয়েছেন, এসব চুক্তি ও শর্তাবলী বাজার প্রতিযোগিতাকে সীমিত করেনি, বরং উৎসাহিত করেছে।”
রয়টার্স লিখেছে, আগামী কয়েক মাসের মধ্যে এ নিয়ে চূড়ান্ত রায় দেবেন বিচারকরা। আর এ বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত ও এর বিরুদ্ধে আপিলও করতে পারবে না গুগল।
এ ছাড়াও, বর্তমানে নিজেদের লাভজনক বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা নিয়ে ইইউর সমালোচনার মুখে রয়েছে কোম্পানিটি, যার সিদ্ধান্ত হতে পারে এ বছরই।
❑ প্রযুক্তি সংবাদ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট দৌড় প্রতিযোগিতা হচ্ছে