আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ৪৪০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে স্যামসাং । বর্তমানে যেসব স্মার্টফোনগুলো বাজারে আছে, সেগুলোর ক্যামেরা সেন্সর ৫ মেগাপিক্সেল থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ মেগাপিক্সেল পর্যন্ত হয়ে থাকে। তবে এবার মানুষের চোখের সেন্সরের সমান সেন্সরের স্মার্টফোন আসছে বাজারে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে আনছে ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন।
এটিই হতে চলেছে বিশ্বের প্রথম ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন। এর আগে স্যামসাং প্রথম ১০০ মেগাপিক্সেল সেন্সরের ফোন এনেছিল বাজারে। এরপর ২০২৩ সালের শুরুতেই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ গ্যালাক্সি এস২৩ আল্ট্রা লঞ্চ করে সবাইকে চমক দিয়েছিল স্যামসাং। এবার শোনা যাচ্ছে, ১ ইঞ্চি ৪৪০ মেগাপিক্সেল ক্যামেরার উপর কাজ করছে সংস্থাটি। শুধু ৪৪০ মেগাপিক্সেল সেন্সর নয়, সঙ্গে ৩২০ ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোনও আনছে তারা।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরে অ্যাপলের যেসব পণ্যের ঘোষণা আসতে পারে
তবে স্মার্টফোনে প্রথম হলেও স্যামসাং তাদের ক্যামেরার জন্য ৫০০ থেকে ৬০০ মিলিয়ন পিক্সেলস সেন্সর নিয়ে বহু আগেই কাজ শুরু করেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টের প্রথম বড় ক্যামেরাটি যা ১ ইঞ্চির থেকেও সামান্য একটু বড় হতে চলেছে, তাতেও এই একই ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। সেই ফোনটি ক্যামেরার দিক থেকে মূলত সনির ক্যামেরা, যা এক ইঞ্চির থেকে বড় এবং ভিভো এক্স৯০ প্রো+ ফোনে সেটি ব্যবহার করা হয়েছে।
এছাড়াও সংস্থাটি, ৬০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বানাতে চায়। এর আগে ২০২০ সালে সংস্থা ঘোষণা করেছিল, তারা এমন এক ক্যামেরা বাজারে আনবে যা মানুষের চোখের সমান হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে ৪৪০ মেগাপিক্সেলের এই সেন্সর।
সূত্র: গ্যাজেট ৩৬০
আরও পড়ুনঃ ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরার ফোন এনেছে শাওমি