আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ৩৪৫ রান করেও হারতে হলো পাকিস্তানকে ! ভারত বিশ্বকাপে যে এবার রানের বন্যা বয়ে যাবে, তার ইঙ্গিত খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। হায়দরাবাদে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ সে স্বাক্ষীই দিচ্ছে।
দীর্ঘদিন পর ব্যাটিং নেমে ৫০ বলে ৫৪ রান করে উঠে গেছেন উইলিয়ামসন। উইলিয়ামসনের ফেরার দিনে নিউজিল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। হায়দরাবাদে পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য কিউইরা তাড়া করেছে ৩৮ বল আর ৫ উইকেট হাতে রেখে।
৩৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের কেউ অবশ্য তিন অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৯৭ রান এসেছে ওপেনার রাচিন রবিন্দ্রর ব্যাট থেকে। অথচ, বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন ডেভন কনওয়ে। হাসান আলির বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড
শুরুতে উইকেট হারিয়েও দ্রুত নিজেদেরকে সামলে নেয় নিউজিল্যান্ড। এরপর রাচিন রবিন্দ্র এবং কেনে উইলিয়াসন মিলে গড়ে তোলেন ১৩৭ রানের জুটি। এ সময় আউট না হলেও মাঠ ছেড়ে উঠে যান উইলিয়ামসন। ৫০ বলে ৫৪ রান করেন তিনি। বাউন্ডারি মারেন ৮টি।
৯৭ রানের মাথায় আউট হয়ে যান রাচিন রবিন্দ্র। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস হলো তার। ড্যারিল মিচেল ৫৭ বলে করেন ৫৯ রান। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। আউট না হয়ে তিনিও মাঠ চাড়েন। ১৩ বলে ১৮ রান করে আউট হন অধিনায়ক টম ল্যাথাম। গ্লেন ফিলিপস করেন ৩ রান। লেট মিডল অর্ডারে মার্ক চাপম্যান ৪১ বলে ৬৫ রান করে নিউজিল্যান্ডের জয় দ্রুত করেন। জেমস নিশাম ২১ বলে করেন ৩৩ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম এবং সউদ শাকিলের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ৯৪ বল খেলে ১০৩ রান করে মাঠ ছেড়ে যান রিজওয়ান। ৯টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। ৮৪ বলে ৮০ রান করেন বাবর আজম। ৫৩ বলে ৭৫ রান করে সউদ শাকিল। ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আগা সালমান।
পাকিস্তান তাদের পরের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৩ অক্টোবর। নিউজিল্যান্ডের পরের ম্যাচ ২ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন: সাকিব-তামিমকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে জিতলো টাইগাররা