আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ২০২৫ সালে ১৪ বাইক আনার পরিকল্পনা করছে ডুকাটি । বিশ্বব্যাপী দুর্ধর্ষ মোটরসাইকেলের ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় ডুকাটি। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইতালির এই জনপ্রিয় ও ব্যয়বহুল মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটি।
পরবর্তীকালে ২০১২ সালে ভক্সওয়াগেন গ্রুপের একটি অংশ হিসেবে যুক্ত হয়। সারাবছর গ্রাহকদের জন্য একের পর এক নতুন বাইক নিয়ে আসছে সংস্থাটি।
এ বছর ১৪টি নতুন বাইক আনার পরিকল্পনা করছে সংস্থাটি, এমনটিই জানা গেছে। প্রতি মাসেই একটি করে নতুন দুকাতি বাইক আসবে বলেই ধারণা করা হচ্ছে। ডেজার্ট এক্স ডিসকভারি এবং ডুকাটির সুপারস্পোর্ট বাইক প্যানিগেল ভি৪ ২০২৫-এর প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে পারে।
আরও পড়ুনঃ
❒ রয়্যাল এনফিল্ড নতুন বছরে ৬৫০ সিসির ৩ বাইক আনবে
❒ কাওয়াসাকির জনপ্রিয় বাইকের নতুন ভার্সন আসছে
❒ বিএমডব্লিউর ই-স্কুটার এক চার্জে ১৩০ কিলোমিটার চলবে
❒ রয়্যাল এনফিল্ডের নতুন বাইক আসছে
পরবর্তী তিন মাসের মধ্যে বাজারে আসবে প্যানিগেল ভি২ ফাইনাল এডিশন এবং স্ক্র্যাম্বলার ডার্ক। অর্থাৎ এই বছরের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে ৪টি বাইক।
জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ৫টি বাইক লঞ্চ হবে বাজারে। এর মধ্যে রয়েছে ৮৯০ সিসির মাল্টিস্ট্র্যাডা ভি২, স্ক্র্যাম্বলার র্যাজোমা। এর সঙ্গে লঞ্চ হবে স্ট্রিটফাইটার ভি৪, স্ট্রিটফাইটার ভি২ এবং প্যানিগেল ভি২। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই ডুকাটি আরও একটি বাইক আনতে পারে।
সূত্র: এবিপি নিউজ
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ সৌরশক্তির চার্জে চলবে এই গাড়ি