আইসিটি ওয়ার্ড নিউজ : ২০২৫ সালে ১০০ জিবি ফ্রি ইন্টারনেট! সত্যতা কতোটুকু? নতুন বছরের অফার বলে দাবি করে অনেকেই ১০০ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে এটি কি আসলেই সত্য নাকি ভুয়া একটি স্ক্যাম? এটি আমরা বিশ্লেষণ করব এসব অফারের পেছনের সত্য এবং কিভাবে নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করবেন। লেখাটি পড়ুন এবং সতর্ক থাকুন!
সম্প্রতি, “২০২৫ সালে ১০০ জিবি ফ্রি ইন্টারনেট!” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
লিংকটিতে ঢুকলে প্রথমেই মোবাইল নাম্বর দিতে হয়। মোবাইল নম্বর দেওয়ার পর তারা আরও কিছু ধাপ অনুসরণ করার নির্দেশ দেয়। ওই ধাপগুলো অনুসরণ করলে ৫ মিনিটের মধ্যে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট অফারের কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে বলে বলেন তারা।
আরও পড়ুনঃ হ্যাক হয়ে যেতে পারে আপনার পেইজ কিংবা আইডি
মোবাইল নম্বর দেওয়ার পরও ১০০ জিবি ইন্টারনেট ফ্রি পেতে হলে এই লিংকটি হোয়াটসঅ্যাপে ১২ জন বন্ধুকে পাঠাতে বলা হয়েছে। অনুসন্ধানের স্বার্থে তাদের সকল নির্দেশনা অনুসরণ করেছে। কিন্তু কোনো ধরণের ইন্টারনেট অফার পাওয়া যায়নি।
শেয়ারকৃত ১২ জনও সকল নির্দেশনা অনুসরণ করেছে, তবে সেই ১২ জনের কেউই অফারটি পায়নি। তথ্য অনুসন্ধানে জানা যায় যে, “২০২৫ সালে ১০০ জিবি ফ্রি ইন্টারনেট অফার লিংকটি ভুয়া, এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ১০০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা।
মূলত, ওয়েবসাইটটি নিজেদের প্রচারণার স্বার্থে ২০২৫ সালে ১০০ জিবি ফ্রি ইন্টারনেটের প্রলোভন দেখিয়ে এই লিংকটি ছড়াচ্ছে।
আরও পড়ুনঃ
❒ অতিরিক্ত গরম হয়ে গেলে ল্যাপটপও বিস্ফোরিত হতে পারে
❒ অচেনা ই-মেইল ওপেন করলেই সর্বনাশ!
❒ অনলাইনে বন্ধুত্বের ফাঁদ থেকে নিরাপদ থাকার ৪ কৌশল
❒ আপনার ৩ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন
উল্লেখ্য, এ ধরণের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত ড্যাটা চুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অনলাইন নিরাপত্তাকে বিঘ্নিত করার নজির রয়েছে।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন উৎসব, ঈদ উপলক্ষ্য এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়ে।
সুতরাং, ২০২৫ সালে ১০০ জিবি ফ্রি ইন্টারনেটের যে অফার লিংকটি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে প্রচারিত হচ্ছে; তা সম্পূর্ণ ভুয়া।
❑ প্রযুক্তি সচেতনতা থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলে বিপদে পড়তে পারেন