আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ২০২৫ সালে প্রযুক্তি–দুনিয়ায় এআই কতটা প্রভাব ফেলবে । ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে বিশ্বজুড়ে। গত কয়েক বছরের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি এ বছর প্রযুক্তি–দুনিয়াতে কতটা প্রভাব ফেলবে বা নতুন কোন প্রযুক্তি আসতে চলেছে, তা নিয়ে অনেকেই ভবিষ্যদ্বাণী করছেন।
নতুন বছরের প্রযুক্তি–দুনিয়ার ধারণা দিয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে দুই-তৃতীয়াংশ চাকরিতে উচ্চবিদ্যালয়ের বাইরের শিক্ষার প্রয়োজন হবে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অর্থনীতির জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। নতুন বছরে কর্মক্ষেত্রে এআইকে একীভূত করার বিষয়কেও গুরুত্ব দিয়েছেন বিল গেটস।
কৃত্রিম বুদ্ধিমত্তা–দুনিয়ার আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান মনে করেন এ বছর ডিজিটাল সহকর্মী হিসেবে এআইকে দেখা যাবে। তার ভাষ্যে, এই বছর এআই এজেন্টরা কর্মশক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।
আরও পড়ুনঃ
❒ এআই ইসিজির রিপোর্ট দেখে মৃত্যুর তারিখ বলে দেবে
❒ ইনফিনিক্স চালু করেছে এআই প্ল্যাটফর্ম
❒ হৃদরোগের উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের শনাক্ত করবে এআই
❒ এআই কীভাবে কাজ শেখে জানলে অবাক হবেন
এআই এজেন্ট বা সহকারী হিসেবে কাজের পরিধি বাড়াবে এ বছরে। এআই এ বছর ইন্টারনেট ব্যবহারকারীদের ডিজিটাল সহকর্মী হিসেবে কাজ করার জন্য তৈরি হবে।
২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়ার বিষয়ে ভবিষ্যদ্বাণী করে অল্টম্যান আরও বলেন, এআই এজেন্ট প্রতিদিনকার সাধারণ অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। এআই এজেন্ট মানুষের ক্ষমতা বৃদ্ধি করে উৎপাদনশীলতাও বাড়াবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
❑ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ গুগল উইলো ৫ মিনিটে সমাধান করবে জটিল অঙ্ক