আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ২০২৫ সালের চন্দ্র ও সূর্যগ্রহণ কবে ? সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। এটি একটি বৈজ্ঞানিক ঘটনাও বটে। যদিও বিশ্বের নানান প্রান্তে গ্রহণ ঘিরে বিভিন্ন কাহিনি কথিত রয়েছে।
মূলত, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলে তার ফলেই হয় এই গ্রহণ। এই গ্রহণ ঘিরে বহু ধর্মীয় বিশ্বাসও রয়েছে যেমন, তেমনই আবার রয়েছে বহু বৈজ্ঞানিক ব্যাখ্যা। দেখে নেওয়া যাক, ২০২৫ সালের চন্দ্র ও সূর্যগ্রহণের তালিকা।
২০২৫ সালের চন্দ্রগ্রহণ কবে?
২০২৫ সালে রয়েছে দুইটি চন্দ্রগ্রহণ। এর মধ্যে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণটি হবে ৪ মার্চ। সেই দিন পড়ছে শুক্রবার। আর ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি পড়ছে ৭-৮ সেপ্টেম্বর।
আরও পড়ুনঃ
❒ বিশাল সব তারা বেরোচ্ছে ‘আর১৩৬’ নামের এক দৈত্যাকার তারাগুচ্ছ থেকে
❒ পৃথিবী নতুন উপগ্রহ পেতে চলেছে!
❒ ইউরেনাসের চাঁদে মহাসাগরের সন্ধান
❒ বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে রহস্যময় কার্যকলাপ উদঘাটন বিজ্ঞানীদের
২০২৫ সালের সূর্যগ্রহণ কবে?
২০২৫ সালে দুইটি সূর্যগ্রহণ হবে। ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ২৯ শে মার্চ। সেই গ্রহণ দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত।
২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বর। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে।
❑ জ্যোতির্বিজ্ঞান থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ বিশ্বের আকাশে দেখা যেতে পারে এক উজ্জ্বল ধূমকেতু