আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ২০২৪ সালের প্রযুক্তি বিশ্বের সেরা ৮ গ্যাজেট । কয়েকটা দিন পরই শুরু হবে নতুন বছর। পুরোনো স্মৃতি সঙ্গে নিয়েই নতুন বছরের যাত্রা শুরু হবে নতুন উদ্যোমে। তবে ২০২৪ সাল ছিল অন্যান্য বছরের মতোই নানান ঘটনায় ঘেরা। ২০২৪ সালে প্রযুক্তি বিশ্বে যুক্ত হয়েছে অসংখ্য গ্যাজেট। যা আলোচনায় ছিল সারা বছর।
চলুন জেনে নেওয়া যাক এ বছরের সেরা গ্যাজেটগুলো সম্পর্কে
স্যামসাং এস২৪ আলট্রা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটা বড় অংশের পছন্দের শীর্ষে থাকে স্য়ামসাং। তাদের কথা ভেবে প্রতিবছরই বিভিন্ন বাজেটের ফোন আনে সংস্থা। এবছরও তার অন্য়থা হয়নি। প্রাইম কাস্টমারদের এস২৪ আলট্রা এনেছে স্যামসাং।
আইফোন
প্রতিবছর সেপ্টেম্বরে নতুন ফোন লঞ্চ করে অ্যাপেল। চব্বিশেও তার অন্যথা হয়নি। এবছর বাজারে একসঙ্গে এসেছে তিনটি মডেল। আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স। আইফোন ১৬ এর ক্ষেত্রে ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৬০ এফপিএসে।
স্যামসাং গ্যালাক্সি এম১৫ প্রাইম এডিশন
একইসঙ্গে এবছরই বাজারে এসেছে পকেট ফ্রেন্ডলি গ্যালাক্সি এম১৫ প্রাইম এডিশন। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একগুচ্ছ ফিচার যুক্ত হ্যান্ডসেট এনে আবারও চমকে দিয়েছে স্যামসাং। এই মডেলের ব্যাটারি ব্যাকআপও চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ স্যামসাংয়ের ৪ দরজার ফ্রিজ বিদ্যুৎ খরচ কমায় ১০ শতাংশ
ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট
ওয়ান প্লাস একটা সময় পর্যন্ত ছিল মধ্যবিত্তের নাগালের বাইরে। তবে গত কয়েকবছরে ছবিটা অনেকটাই বদলেছে। বাজেট ফ্রেন্ডলি ফোন এনেছে ওয়ানপ্লাস। এবছর সেই তালিকায় অন্যতম ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট।
স্মার্টফোন প্রিন্টার: ইন্সট্যাক্স মিনি লিঙ্ক ৩
বাজারের সেরা গ্যাজেটের মধ্যে অন্যতম হচ্ছে এই স্মার্টফোন প্রিন্টারও। বাড়িতে প্রিন্টার রাখা বেশ সমস্যার। অগত্যা কোনো কিছুর প্রিন্টআউড দরকার হলেই ছুটতে হয় দোকানে। কিন্তু প্রযুক্তির আশীর্বাদে আর পোহাতে হবে না ঝক্কি। এখন পকেটে নিয়েই ঘুরতে পারবেন প্রিন্টার! অবাক হবেন না, কিনে ফেলুন ইন্সট্যাক্স মিনি লিঙ্ক ৩। স্মার্টফোন থেকেই সরাসরি করতে পারবেন প্রিন্ট আউট।
রোক্কো দ্য সুপার স্মার্ট ফ্রিজ
বিভিন্ন রকম ও বিভিন্ন সাইজের ফ্রিজ সারা বছর বাজারে আসে। তবে চব্বিশের সেরার সেরা গেজেটসের তালিকায় রয়েছে রোক্কো দ্য সুপার স্মার্ট ফ্রিজ। এর আকর্ষণ হলো এটি মোবাইলের মাধ্যমেই কন্ট্রোল করা যায়। মোবাইলেই দেখতে পারবেন ফ্রিজের তাপমাত্রা।
আরও পড়ুনঃ
❒ গ্যালাক্সি রিং ২ এক চার্জে ৭দিন চলবে
❒ যেসব সুবিধা পাবেন রিয়েলমির নতুন ইয়ারবাডে
❒ এখন স্মার্টফোনে হবে কার্ড রিড
❒ হঠাৎ ঘুমিয়ে পড়লে সতর্ক করবে ইয়ারবাড
স্যামসাং গ্যালাক্সি রিং
এই রিং-এ পাবেন অ্যাডভান্স হেলথ মনিটরিং ফিচার্স। ঠিকমতো ঘুম হচ্ছে কি না এই আংটি তা জানিয়ে দেবে আপনাকে। হার্ট রেট ঠিক আছে কি না, তাও জানতে পারবেন এর মাধ্যমে। সবচেয়ে বড় কথা, ওয়াটারপ্রুফ এই রিং।
মেটা রেবন স্মার্ট গ্লাস
এ বছরেই বাজারে এসেছে মেটা রেবন স্মার্ট গ্লাস। এ চশমা কিন্তু যেমন-তেমন নয়, এর কাজ প্রায় স্মার্টফোনের মতোই। এই চশমায় রয়েছে ক্যামেরা, স্পিকার, এমনকি মাইক্রোফোনও। ফোন পকেটে রেখে স্রেফ এই বিশেষ চশমা দিয়েই পাঠাতে পারবেন মেসেজ। রয়েছে আরও নানা আকর্ষণীয় ফিচার।
❑ প্রযুক্তি পণ্য থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ তৈরি করেছে জাপান