আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের বিস্তারিত । ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার ১৩তম আসর হিসেবে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে। এটি হবে ভারতে আয়োজিত প্রতিযোগিতাটির চতুর্থ আসর। ২০১১ সালের আসরটি ছিল এর আগে ভারতে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের সর্বশেষ আসর।২০১৯ সালের আসরের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করা ইংল্যান্ড প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী দল।
প্রাথমিকভাবে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দেয়া হয়।
দলসমূহ
টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবে, যাদের মধ্যে স্বাগতিক দল হিসেবে সরাসরি টুর্নামেন্টে স্থান লাভ করা ভারতসহ আটটি দল উত্তীর্ণ হয় ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে। সুপার লিগে অংশগ্রহণকারী তেরোটি দলের মধ্যে অবশিষ্ট পাঁচটি দল অংশ নেয় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই টুর্নামেন্টে যেখানে আরও অংশগ্রহণ করে ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ টুর্নামেন্টের সেরা দুটি দল, এবং এ চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সেরা দুটি দল মূল টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। এর আগের বিশ্বকাপ টুর্নামেন্টসমূহে সরাসরি অংশগ্রহণকারী দল নির্ধারণের জন্য দলসমূহের র্যাংকিং ব্যবহার করা হলেও এ চক্রে সেটি পরিত্যাগ করা হয়।
আরও পড়ুনঃ ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
মূল টুর্নামেন্টে উত্তীর্ণ হতে পারার আগেই চূড়ান্ত বাছাই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ, যে কারণে এ আসরটিই হয় টুর্নামেন্টটির প্রথম আসর যাতে ওয়েস্ট ইন্ডিজ উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে স্কটল্যান্ডকে পরাজিত করে একমাত্র সহযোগী সদস্য দল হিসেবে মূল টুর্নামেন্টে স্থান লাভ করে নেদারল্যান্ডস।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অংশ গ্রহনকারী দল-
ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান শ্রীলঙ্কা নেদারল্যান্ডস পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড
মাঠ
টুর্নামেন্টের ম্যাচসমূহ ভারতের দশটি মাঠে আয়োজিত হবে। কলকাতার ইডেন গার্ডেনস ও মুম্বাই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচসমূহ আয়োজিত হবে, যার পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
টুর্নামেন্ট শুরুর আগে আয়োজনস্থল হিসেবে নির্বাচিত হওয়া মাঠসমূহের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের ম্যাচসমূহের জন্য প্রতিটি মাঠের সীমানার দূরত্ব ৭০ মিটারের কাছাকাছি রাখার নির্দেশনা প্রদান করে।
❖ নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
❖ এম. এ. চিদাম্বারাম স্টেডিয়াম, চেন্নাই
❖ ইডেন গার্ডেন, কলকাতা
❖ অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
❖ এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু
❖ এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা
❖ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
❖ ওয়াংখেড় স্টেডিয়াম, মুম্বাই
❖ বিআরএসএবিভি ইকানা ক্রিকেট স্টেডিয়াম, লাখনৌ
❖ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে
ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা
২০২৩ সালের ৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ম্যাচ পরিচালনাকারী চারজন ম্যাচ রেফারি ও ষোলজন আম্পায়ারের নাম ঘোষণা করা হয়।
ম্যাচ রেফারি
আম্পায়ার
|
|
|
পুরস্কার মূল্য
২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে।
অবস্থান | দল | পুরস্কার মূল্য (মার্কিন ডলারে) |
---|---|---|
চ্যাম্পিয়ন | $৪,০০০,০০০ | |
রানার-আপ | $২,০০০,০০০ | |
সেমিফাইনালে পরাজিত | $১,৬০০,০০০ (প্রতিটি দল $৮০০,০০০ করে) |
|
রাউন্ড-রবিন পর্বে বিদায় | $৬০০,০০০ (প্রতিটি দল $১০০,০০০ করে) |
এছাড়াও রাউন্ড-রবিন পর্বে প্রতি ম্যাচের জয়ী দলের জন্য অতিরিক্ত $৪০,০০০ করে বরাদ্দ করা হয়।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপে আপনাকে স্বাগত
১ Comment
I was looking at some of your posts on this internet site and
I conceive this internet site is very informative! Keep on posting.Raise blog range