আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজও দেখা সম্ভব । হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভুল করে পাঠানো বা অনিচ্ছাকৃত বার্তা নির্দিষ্ট সময়ের মধ্যে মুছে ফেলতে পারেন। তবে এই ফিচার চালু হওয়ার পর অনেকেই কৌতূহলী হয়ে পড়েন ঠিক কী লেখা ছিল যে মুছে ফেলা হলো?
ব্যক্তিগত কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য ডিলিট হয়ে গেলে সেটি জানার আগ্রহ থেকেই যায়। তবে প্রযুক্তি বিষয়ক সাইট গেজেটস ৩৬০ এক প্রতিবেদন বলছে নির্দিষ্ট কিছু উপায়ে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ডিলিট করা মেসেজ দেখতে পারেন।
চলুন ধাপগুলো জেনে নেওয়া যাক-
অ্যান্ড্রয়েড থেকে ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার উপায়
১. নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করে মেসেজ দেখা:
অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের সংস্করণে থাকা ‘নোটিফিকেশন হিস্ট্রি’ ফিচারটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের সব নোটিফিকেশন সংরক্ষণ করে।
ডিলিট করা মেসেজও যদি আপনার নোটিফিকেশন বার এ দেখানো হয়ে থাকে, তবে তা এখান থেকেই পাওয়া সম্ভব।
ফিচার চালু করতে ফোনের সেটিংয়ে যান। নোটিফিকেশন > এডভান্সড সেটিংস > নোটিফিকেশন হিস্ট্রি-তে গিয়ে ফিচারটি চালু করুন। এরপর সেটিংস > নোটিফিকেশন > নোটিফিকেশন হিস্ট্রি-তে গিয়ে মেসেজগুলো স্ক্রল করে দেখুন।
তবে মিউট করা চ্যাট বা যেসব মেসেজের নোটিফিকেশন আসেনি, সেগুলো দেখা যাবে না।
২. হোয়াটসঅ্যাপ ব্যাকআপ ব্যবহার করে পুরোনো মেসেজ রিস্টোর:
যদি ডিলিট করার আগে হোয়াটসঅ্যাপে ব্যাকআপ নেওয়া থাকে, তাহলে সেসব বার্তা পুনরুদ্ধার সম্ভব। এরজন্য হোয়াটসঅ্যাপ > সেটিংস > চ্যাট > চ্যাট ব্যাকআপ-এ গিয়ে ব্যাকআপ ফ্রিকোয়েন্সি চেক করুন।
হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন এবং পুনরায় ইন্সটল করুন।ইনস্টল শেষে ফোন নম্বর ভেরিফাই করে রিস্টোর চাপুন। ব্যাকআপ থেকে সব মেসেজ পুনরুদ্ধার হবে।
এইভাবে নতুন প্রাপ্ত মেসেজগুলো হারিয়ে যেতে পারে যদি ব্যাকআপ নেওয়ার পর এগুলো ডিলিট হয়ে থাকে।
আইফোন থেকে ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার উপায়
১. আইক্লাউড ব্যাকআপ ব্যবহার করে বার্তা উদ্ধার:
আইক্লাউড ব্যাকআপ ব্যবহার করে মেসেজ দেখতে চাইলে প্রথমে হোয়াটসঅ্যাপ > সেটিংস > চ্যাট > চ্যাট ব্যাকআপ-এ গিয়ে শেষ ব্যাকআপের তারিখ দেখুন।
আরও পড়ুনঃ
❒ আলো কম থাকলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার উপায়
❒ হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক-ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ার করা যাবে
❒ হোয়াটসঅ্যাপ কলও শিডিউল করা উপায় জেনে নিন
❒ হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করার সহজ উপায়
❒ নতুন বছরের প্রথম দিনেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
❒ আইফোনে যেসব ভার্সনের আর চলবে না হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে অ্যাপ স্টোর থেকে আবার ডাউনলোড করুন। ফোন নম্বর ভেরিফাই করে আইক্লাউড থেকে চ্যাট রিস্টোর করুন। তবে পুরোনো ব্যাকআপ থেকে রিস্টোর করলে সাম্প্রতিক মেসেজ হারিয়ে যেতে পারে।
২.আইটিউনস ব্যাকআপ ব্যবহার করে পুনরুদ্ধার:
আইফোন কম্পিউটারে সংযুক্ত করুন। আইটিউনস বা ম্যাকওএস-এর ফাইন্ডার খুলুন। ডিভাইস নির্বাচন করে রিস্টোর ব্যাকআপ চাপুন।
যে ব্যাকআপে ডিলিট হওয়া মেসেজ রয়েছে, তা বেছে নিন। পুরো ডিভাইস ব্যাকআপ রিস্টোর করলে নতুন অ্যাপ ডেটা মুছে যেতে পারে।
❑ সোশ্যাল মিডিয়া থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ফেসবুক মার্কেটিং ২০২৫: কীভাবে ছোট ব্যবসায় বড় লাভ সম্ভব?