আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে যেসব মেসেজ থেকে সাবধান । আজকাল অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন হাজারও মানুষ। ভুলভাল লিংকে ক্লিক করে হারাচ্ছেন অর্থ। কেউ কেউ পড়ছেন হ্যাকিং এর ফাঁদে। মোবাইল ফোন ব্যবহারকারীদের ধোঁকা দিতে অভিনব সব কৌশল কাজে লাগাচ্ছেন প্রতারকরা।
সম্প্রতি ‘ম্যাকফি’ নামে একটি বেসরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী পাশের দেশ ভারতে প্রায় ৮২ শতাংশ মোবাইল ব্যবহারকারী অনলাইনে আসা প্রতারণার মেসেজে ক্লিক করেন। আমাদের দেশেও এই সংখ্যা কম নয়। এসব লিংকে ক্লিক করলে অনেক ক্ষতি হতে পারে। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে হারাতে পারেন নিজের জমানো সব অর্থ। হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসলে তা এড়িয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কী সেগুলো? চলুন জানা যাক বিস্তারিত-
অর্থ জেতার মেসেজ
আরও পড়ুনঃ বাড়তি নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপে ই-মেইল যোগ হচ্ছে
মাঝেমধ্যেই ফোনে মেসেজ আসে যে, আপনি লক্ষ লক্ষ টাকা জিতেছেন আর নির্দিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক পাঠানো লিঙ্কে ক্লিক করলেই মিলবে সেই টাকা। লোভে পড়ে অনেকেই এসব লিংকে ক্লিক করেন। ৯৯ শতাংশ ক্ষেত্রে এমন মেসেজের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে।
না কেনা জিনিস
অনেকসময় এমন জিনিস কেনার মেসেজ আসে, যেটি আদৌ আপনি কেনেননি কখনও। অনেক কম দামে ভালো পণ্য মিলবে এমন অফার থাকে এসব মেসেজে। এমন মেসেজ গ্রাহকদের কাছে পাঠানো হয়, যেন তারা উৎসাহিত হয়ে লিঙ্কে ক্লিক করেন।
ব্যাংকের কেওয়াইসি আপডেট
ব্যাঙ্কের নামেও এখন প্রতারণা করছেন প্রতারকরা। অনেকসময় গ্রাহকদের কাছে ব্যাঙ্কের নামে ভুয়া মেসেজ আসে। যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে বলা হয় কেওয়াইসি আপডেট করতে। এমন লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হোন। এরকম মেসেজ এলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হোন। যাচাই না করে এসব লিংকে ক্লিক করবেন না।
চাকরির অফার
সবাই যখন চাকরির পেছনে মরিয়া হয়ে ছুটছে তখন চাকরির অফার নিজে থেকেই এসেছে আপনার কাছে? ফোনে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক চাকরির অফার পেলেও সতর্ক হোন। মনে রাখবেন, কোনো বড় সংস্থা এভাবে আপনার নম্বরে চাকরির বার্তা পাঠাবে না। তারা আপনাকে মেইল করবে বা কল করবে। তাই এমন মেসেজ এলে সাবধান।
ওটিটির সাবস্ক্রিপশন
ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজের পিছনেও প্রতারকদের হাত থাকতে পারে। সাবস্ক্রিপশন প্ল্যান আপডেট করুন বলে আপনার কাছে বার্তা এলে আদৌ সেটি আসল কি না, তা যাচাই করে নিন। লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকুন।
লোভে পা দেওয়ার আগে সচেতন থাকুন।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে পুরোনো চ্যাট খোঁজার উপায়