আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন শোনা যাবে গান । আপনি বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের কারও সঙ্গে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, আর সেই কল চলাকালীনই যদি আপনি মিউজিক শেয়ার করার অপশন পান এবং লাইভ সেই গান চালাতে পারেন যাতে ভিডিও কলের বাকি সবাই শুনতে পায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই নতুন ফিচারই লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে যেসব মেসেজ থেকে সাবধান
অর্থাৎ ভিডিও কল চলাকালীনই ব্যবহারকারীরা গান শেয়ার করতে পারবেন এবং তা লাইভ চালাতেও পারবেন যাতে ভিডিও কলে যুক্ত বাকি ব্যবহারকারীরা তা শুনতে পান।
হোয়াটসঅ্যাপ আইওএস বেটা ভার্সন ২৩.২৫.১০.৭২- এখানে ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার এবং একসঙ্গে গান শোনার সুবিধা দেয়া হয়েছে। এই স্ক্রিন শেয়ার ফিচারে শুধু যে অডিও বা গান শেয়ার করা যাবে তা কিন্তু নয়, মিউজিক ভিডিও-ও শেয়ার করতে পারবেন ইউজাররা।
অন্যদিকে টেস্টারদের নিরিখে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাঝে গান শেয়ার করা এবং তা চালানোর ফিচারটি পাস করে গিয়েছে। এবার শুধু সব ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হওয়ার পালা। যদিও তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি। মূলত আইওএস ভার্সনে অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময়ে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে গান শোনা কিংবা মিউজিক ভিডিও শেয়ারের কাজ করতে পারবেন।
আপাতত আইওএস ভার্সনেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার কবে চালু হবে বা আদৌ চালু হবে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ ২০২৩ সালে হোয়াটসঅ্যাপে এসেছে যত ফিচার