আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ‘হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার’-নতুন পদের দায়িত্বে ডেভিড স্যাকস । হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার’ নামের এক নতুন পদের ঘোষণা দিয়েছেন ফের হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি নেওয়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ দায়িত্ব পালনের জন্য তিনি বেছে নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ডেভিড স্যাকসকে।
ট্রাম্পের প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট নীতি উপদেষ্টা হিসেবে কাজ করবেন স্যাকস। এই নতুন পদকে “আমেরিকান প্রতিযোগিতামূলক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র’ হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প।
এআই ও ক্রিপ্টোর জন্য নীতি ও বিধিবিধান তৈরিতে সহায়তা করাই হবে এ নতুন পদের প্রাথমিক কাজ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকস্পট।
ট্রাম্প বলেছেন, নতুন পদের দায়িত্বের একটি অংশ হবে অনলাইনে বিনামূল্যে মানুষের বাকস্বাধীনতা রক্ষা করা এবং বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানির জন্য পক্ষপাতমূলক আচরণ ও সেন্সরশিপ ঠেকানো।
ট্রাম্পের নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল ক্রিপ্টো শিল্পের জন্য লাল ফিতার দৌরাত্ম কমানো। যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো শিল্প যে ধরনের স্বচ্ছতা চাইছে তা নিশ্চিত করার লক্ষ্যে আইনী কাঠামো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্যাকস, যা, ট্রাম্পের ভাষায়, সমৃদ্ধ করবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে।
এ ছাড়া, এআইতে ফেডারেল অগ্রাধিকার ও বিধিবিধান পরিচালনা করতে সহায়তা করবেন স্যাকস। কারণ, জাতীয় নিরাপত্তা, প্রাইভেসি ও কর্মশক্তির প্রভাব সম্পর্কিত এআই নীতি যুক্তরাষ্ট্রের সরকার কীভাবে পরিচালনা করে সে সম্পর্কে পরিকল্পনা থাকা গুরুত্বপূর্ণ।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই নতুন পদের ঘোষণা দেন ট্রাম্প। প্রতিবেদনে ব্লুমবার্গ লিখেছে, হোয়াইট হাউস, কংগ্রেস এবং এসইসি ও সিএফটিসি’র মতো ডিজিটাল সম্পদের দেখভালকারী বিভিন্ন ফেডারেল এজেন্সির মধ্যে বাহক বা সংযোগকারী হিসাবে কাজ করবেন স্যাকস।
আরও পড়ুনঃ
❒ আতঙ্কের প্রতীক হয়ে উঠছে ‘ডিজিটাল অ্যারেস্ট’
❒ দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার
❒ দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে চায় সরকার
❒ বিজ্ঞানের বিস্ময়কর পাঁচটি উপায় যা বিশ্বকে উন্নত করেছে
সিলিকন ভ্যালির একজন পরিচিত মুখ ও ভেনচার ক্যাপিটালিস্ট স্যাকস। নব্বইয়ের দশকে মূল ‘পেপাল মাফিয়া’ ক্রুর অংশ ছিলেন তিনি। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মতো প্রতিষ্ঠাতাদের অধীনে পেপেন্ট পাইওনিয়রের সিওও হিসাবেও কাজ করেছেন স্যাকস। পরে ২০১৭ সালে নিজের ভিসি ফার্ম ‘ক্রাফট ভেঞ্চার্স’ শুরু করেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের অন্যতম প্রধান সমর্থকও স্যাকস। জুনে ট্রাম্প শিবিরের জন্য অর্থ সংগ্রহ করতে মাথাপিছু ৩ লাখ ডলার নিয়ে তার স্যান ফ্রান্সিসকোর বাড়িতে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজনও করেন তিনি।
ট্রাম্প আশা করছেন, তার অন্যতম শীর্ষ সমর্থক মাস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন স্যাকস। মাস্কের রকেট নির্মাতা কোম্পানি স্পেসএক্স-এ অনেক বড় অংকের বিনিয়োগ রয়েছে স্যাকসের। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক বেশ গভীর।
❑ প্রযুক্তি সংবাদ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে