আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: হার্ট অ্যাটাকের ঝুঁকির কথা ১০ বছর আগে জানাবে এআই ! চিকিৎসা গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশ্বকে চমকে দেয়ার মতো নানা ঘটনাও ঘটে গেছে এআই’র কল্যাণে। তবে এবার হৃদরোগ বা হার্ট অ্যাটাক নিয়ে যুগান্তকারী এক গবেষণায়ও উঠে এসেছে এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ইতিবাচক দিক।
আরও পড়ুনঃ চিকিৎসা বিজ্ঞানে বিস্ময়কর সাফল্য কৃত্রিম লিভার
গবেষণাটি হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। গবেষণায় দেখা গেছে, কোনো ব্যক্তি ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হবেন কি না, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেটি ১০ বছর আগেই বলে দেয়া সম্ভব।
এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারালাম্বোস আন্তোনিয়াদস। যুক্তরাজ্যের ৮টি হাসপাতালে ৪০ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। প্রায় তিন বছর ধরে তাদের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা।
এর মাধ্যমে দেখা গেছে, যাদের হৃদপিণ্ডের রক্তসঞ্চালক ধমনি সংকুচিত হচ্ছে, তাদের গুরুতর হৃদরোগ ও মৃত্যুর ঝুঁকি বেশি। তবে এর তুলনায় দ্বিগুণ মানুষ যাদের হৃদপিণ্ডের রক্তসঞ্চালক ধমনি তেমন সংকুচিত হয়নি, তারাও হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রয়েছেন।
গবেষণায় নতুন একটি এআই টুল ব্যবহার করেছে গবেষক দল। এর মাধ্যমে একজন মানুষের হৃদপিণ্ডের রক্তসঞ্চালক ধমনি ঘিরে কতটা চর্বি জমেছে বা কত দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ধমনি কতটা সংকুচিত হয়েছে বা হচ্ছে, এ সংক্রান্ত ঝুঁকিও পর্যালোচনা করা সম্ভব।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের (বিএইচএফ) অর্থায়নে করা এই গবেষণায় বলা হচ্ছে, লাখ লাখ মানুষ আছেন, যারা বুকের ব্যথায় ভোগেন। কিন্তু তারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন কি না, তা জানা যায় না। ফলে ঝুঁকি কমানোর চিকিৎসা বা পদক্ষেপও নেয়া সম্ভব হয় না।
তবে এআই ব্যবহার করে এসব মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি আগেই জানা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ ‘কিল সুইচ’, যা মেরে ফেলতে পারে ক্যান্সার কোষকে