আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ 5G । এ বছরে বাজারে এসে নতুন এই ফোনটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা। মূলত আপার মিডরেঞ্জের এই ফোনটি অনেক রকম ফিচারে পরিপূর্ণ।
প্রথমেই এর প্রিমিয়াম ডিজাইন এবং ৬.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনার নজর কাড়বে। এছাড়া আছে ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট, ১০০০ নিট ব্রাইটনেসের সুবিধাও। কন্টেন্ট ওয়াচিং বা যে কোন কাজে অসাধারণ অভিজ্ঞতা পেয়ে যাবেন ফোনটিতে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ৬ ন্যানোমিটার চিপ।
কাজেই দৈনন্দিন কাজ বা গেমিং সব ক্ষেত্রেই ভালো পারফর্মেন্স দেয় এই ফোন। ক্যামেরা হিসেবে পিছনে পাবেন মূল ৪৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম। অসাধারণ সব ছবি তোলা যায় এই ক্যামেরা থেকে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইপি৬৭ ওয়াটার রেজিস্টান্টের মতো প্রিমিয়াম কিছু ফিচারও পেয়ে যাবেন।
এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা থাকায় ব্যাকাপ নিয়েও চিন্তা থাকছে না কোন। ফোনটি ৫জি সাপোর্টেড। ফলে ভবিষ্যতের জন্যও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৪৮+৮+৫ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
- কালার : সিলভার, লাইম, গ্রাফাইট, ভিওলেট
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ এর দামঃ ৪৯,৯৯৯ টাকা।
আরও পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি এ০৪ই