আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি এ০৪ই । স্যামসাংয়ের বাজেট সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি ফোন এটি। ৬.৫ ইঞ্চির একটি বড় স্ক্রিন দেয়া রয়েছে ভালো কন্টেন্ট ওয়াচিং অভিজ্ঞতার জন্য।
এছাড়া রয়েছে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর। এটি খুব বেশি শক্তিশালী না হলেও দৈনন্দিন কাজ করা যাবে খুব ভালোভাবেই। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাবেন সাথে। সফটওয়্যারের মাধ্যমে র্যাম বাড়িয়ে নেয়ার প্রযুক্তি দেয়া হয়েছে।
পিছনে আছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। ব্যাটারি হিসেবে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি। সারাদিন সহজেই ব্যাকাপ দেবে এটি। এছাড়া টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করার সুবিধাও পাবেন এই ফোনে। তবে ফোনটিতে নেই কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাবেন মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুবিধা। এছাড়া ডুয়াল সিম ৪জি সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে বাজেটে ভালো একটি প্যাকেজ দিচ্ছে এই ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এ০৪ই এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
- র্যামঃ ৩ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১৩+২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- কালার : গ্রীন, কপার এবং ব্ল্যাক
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ০৪ই এর দামঃ ১৩,৪৯৯ টাকা।
আরও পড়ুনঃ ১২ জিবি র্যামের নতুন স্মার্টফোন নিয়ে এলো রিয়েলমি