আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি । ২০২৩ সালে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের সবথেকে শক্তিশালী ফোন এটি। আগের বছরের থেকে বেশ কিছু জায়গায় উন্নতি এনেছে স্যামসাং এই ফোনে। দেয়া হয়েছে নতুন জেনারেশনের স্ন্যাপড্রাগন ৪ ন্যানমিটার চিপ ৮ জেন ২। খুব দ্রুতগতিতে ভারী কাজ করা কিংবা গেম সবখানেই ফোনটিতে পাবেন সেরা অভিজ্ঞতা। স্যামসাংয়ের নিজস্ব ৬.৮ ইঞ্চির ফ্ল্যাগশিপ গ্রেডের ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে আছে ডিভাইসটিতে। যে কোন ধরণের কন্টেন্ট দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দেবে ফোনটি।
সেই সাথে স্যামসাংয়ের সেরা প্রযুক্তির ক্যামেরা তো আছেই। পিছনে আছে ৪ টি ক্যামেরা যার মূল লেন্সটি ২০০ মেগাপিক্সেলের। হাই রেজ্যুলুশনের একদম শার্প ও সেরা ছবি তুলতে পারে উক্ত ক্যামেরা যা সহজেই অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে পাল্লা দেবে। আছে ১০ মেগাপিক্সেলের দুটি টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরাও। সামনের সেলফি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের সেলফি তুললেও এটি বাজারে থাকা অন্যতম সেরা সেলফি ক্যামেরা। ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সুবিধাও আছে। পাবেন ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধাও। একটি আল্ট্রা প্রিমিয়াম ফোনের যেসব ফিচার থাকা উচিত তার সবকিছুই আছে ২০২৩ সালের অন্যতম সেরা এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- র্যামঃ ১২ জিবি
- স্টোরেজঃ ৫১২ জিবি
- ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (২০০+১০+১০+১২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর দামঃ ১৮২,৯৯৯ টাকা।
আরও পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি এ৩৪ 5G