আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ বড় চমক নিয়ে আসছে । দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নতুন ফোন আনছে। গ্যালাক্সি সিরিজের এই ফোনের মডেল এফ১৫। এটি একটি ৫জি হ্যান্ডসেট। যা মার্চে বাজারে আসবে।
৬০০০ এমএএইচ ব্যাটারি ও দারুণ প্রসেসর পাওয়া যাবে ফোনে। তবে সবচেয়ে বড় চমক হতে চলেছে ৪ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছর সিকিউরিটি আপডেট মিলবে স্মার্টফোনে।
অ্যামোলিড ডিসপ্লে থাকবে এই ফোনে। প্রসেসর মিলবে অক্টকোর ডায়মেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। ওয়াটার ড্রপ স্টাইল নচ ডিজাইন থাকবে। যার মধ্যে পাবেন একটি সেলফি ক্যামেরা। পেছনে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা। থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৪ থাকবে। যা ৪ বছর পর্যন্ত আপডেট পাবেন। আবার ৫ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে ফোনে। অপারেটিং সিস্টেম ও নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারবেন ব্যবহারকারী। তবে যে জায়গায় স্যামসাং বাজি মারতে পারে তা হল ব্যাটারি ও ফাস্ট চার্জিং।
আরও পড়ুনঃ স্যামসাং ‘গ্যালাক্সি এস ২৩ এফই’ দেশের বাজারে
গ্যালাক্সি এফ১৫ সিরিজের ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়া যাবে। কোম্পানির দাবি অনুযায়ী, এক চার্জে ২ দিন ব্যবহার করা যাবে ফোন। কানেক্টিভিটির ক্ষেত্রে ইউএসবি চার্জিং টাইপ-সি, ৫জি, ৪জি এলটিই, ব্লুটুথ ও ওয়াইফাই লেটেস্ট ভার্সন থাকবে।
এছাড়াও ফোনে একটি নতুন এআই ভয়েস ফোকাস ফিচার থাকবে বলে জানা গিয়েছে। যা কলিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড নয়েস আটকাতে সাহায্য করবে। যাদের ফোনে কলিং বেশি করতে হয় তাদের জন্য কার্যকরী হতে পারে এই ফিচার।
২০ হাজার টাকার মধ্যে এই ফোন শিগগিরই বাজারে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ আইটেল পি৫৫ নতুন স্মার্টফোন বাজারে