আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্যামসাংয়ের গ্যালাক্সি এ২৫ নতুন ফোন বাজারে । সাশ্রয়ী দামে নতুন ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ২৫। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে ঝলমলে অ্যামোলিড ডিসপ্লে।
গ্যালাক্সি এ২৫ মডেলে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে টেক্কা দিতে স্যামসাংয়ের এই স্মার্টফোনে মিলবে একগুচ্ছ ফিচার্স এবং স্পেসিফিকেশন।
এই ফোনের সামনে রয়েছে ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিজাইন। তার মাঝে সেলফি ক্যামেরা, সর্বোচ্চ ৮ জিবি ব়্যাম পাওয়া যাবে এই স্মার্টফোনে। শুধু তাই নয়, রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং। বাজেট ফ্রেন্ডলি দামে অল-রাউন্ড প্যাকেজ নিয়ে এসেছে স্যামসাং।
গ্যালাক্সি এ২৫ স্মার্টফোন তিনটি রংয়ে পাবেন – ব্লু, ব্লু ব্ল্যাক এবং ইয়েলো শেডস। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রযেছে অ্যানড্রয়েড ১৩। সঙ্গে ৫ বছর সিকিউরিটি আপডেট এবং ৪ বছর সফটওয়্যার আপডেট দেবে স্যামসাং।
প্রসেসরের ক্ষেত্রে গ্যালাক্সি এ২৫ মডেলে দেওয়া হয়েছে অক্টাকোর এক্সিনোস ১২৮০ মডেলের চিপসেট। যা সর্বোচ্চ ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে।
আরও পড়ুনঃ সাশ্রয়ী দামে স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৫ বাজারে
ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল টেরিটারি সেন্সর। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই হ্যান্ডসেটে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং। যা ফুল চার্জে ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। কানেক্টিভিটি রয়েছে ৫জি, ওয়াইফাই, ব্লুটুথ জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
স্যামসাং গ্যালাক্সি এ২৫ এর বাংলাদেশের বাজারে দাম ২৫,০০০ টাকা (৬/১২৮ ভেরিয়েন্ট), ২৭,০০০ টাকা (৮/২৫৬ ভেরিয়েন্ট)।
আরও পড়ুনঃ ২০২৩ সালের সেরা ৫ স্মার্টফোন