আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্মার্ট টিভি ভালো রাখার ৬ উপায় । আধুনিক যুগে স্মার্ট টিভি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু একটি টিভি নয়, বরং একটি মিনি কম্পিউটার যা আমাদেরকে ইন্টারনেট ব্রাউজ করতে, ভিডিও স্ট্রিমিং করতে, এবং অনেক কিছু করতে সাহায্য করে। কিন্তু এই শক্তিশালী ডিভাইসকে দীর্ঘস্থায়ী রাখতে এবং তার সর্বোত্তম পারফরম্যান্স পেতে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
১। সঠিক জায়গায় স্থাপন করা
টিভিকে অবশ্যই সমতল জায়গায় ঠান্ডা ও শুষ্ক অবস্থায় রাখতে হবে। যেখানে স্মার্ট টিভিতে সরাসরি সূর্যের আলো বা তাপ না লাগে। টিভির পেছনে পর্যাপ্ত জায়গা রাখতে হবে এবং বায়ু চলাচলের জন্য কোন বাধা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটি টিভিকে ওভারহিটিং থেকে রক্ষা করবে। তাপমাত্রা খুব বেশি বা কম হলে টিভির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং এমনকি নষ্ট হয়ে যেতে পারে।
২। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
শুধুমাত্র টিভিই নয় বরং সকলকিছুর জন্য ধুলোবালি ক্ষতিকর। টিভিতে ধুলো-বালি পরলে তা নিয়মিত নরম কাপড় দিয়ে টিভির স্ক্রিন এবং বডি পরিষ্কার করতে হবে। ধুলো-বালি টিভির স্ক্রিনে দাগ তৈরি করতে পারে এবং ছবির স্পষ্টতা কমিয়ে দিতে পারে। ধুলোবালি পরিষ্কার করার জন্য তরলজাত পদার্থ ব্যবহার না করা। স্ক্রিন পরিষ্কার করার জন্য কখনোই তরল বা স্প্রে ব্যবহার করলে স্ক্রিনে দাগ পড়তে পারে। স্ক্রিন পরিষ্কার করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে মাইক্রোফাইবারের কাপড় ব্যবহার করা। এটি টিভির স্ক্রিনকে কোনো ক্ষতি ছাড়াই পরিষ্কার করতে সাহায্য করে।
আরও পড়ুনঃ সারারাত ফোন চার্জে দিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
৩। টিভির সঠিক ব্যবহার
যেকোন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্যের স্থায়ীত্ব নির্ভর করে এর ব্যবহারের উপর। স্মার্ট টিভির ক্ষেত্রেও এর বিকল্প নয়। এর জন্য খুব সাধারণ কিছু ব্যবহারবিধি/নিয়ম মেনে চালানো উচিৎ। এর মধ্যে কয়েকটি হচ্ছে ভলিউম কম রাখা, কন্ট্রাস্ট ও ব্রাইটনেস সঠিক রাখা, পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা, অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল না করাসহ এমন আরো অনেক ছোটখাটো বিষয় রয়েছে। এগুলো সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে যে সকল সমসস্যার সম্মুখীন হতে পারে তা হচ্ছে-
✪ অতিরিক্ত ভলিউমে টিভি দেখলে স্পিকার নষ্ট হয়ে যেতে পারে।
✪ অতিরিক্ত কন্ট্রাস্ট ও ব্রাইটনেস টিভির স্থায়ীত্ব কাল কমিয়ে দিতে পারে।
✪ ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে রক্ষা করার জন্য পাওয়ার স্ট্রিপ ব্যবহার করুন।
✪ অতিরিক্ত অ্যাপস টিভির মেমোরি ব্যবহার করে এবং পারফরম্যান্স কমিয়ে দিতে পারে।
৪। ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার
ইলেক্ট্রনিক্স এর সকল পণ্যের জন্য ভোল্টেজ স্ট্যাবিলাজার ব্যবহার করাটা জরুরী। বিশেষ করে যে সকল ডিভাইস প্রায় সব সময় বিদ্যুতের সাথে সংযুক্ত থাকে সে সকল ডিভাইসের সাথে স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হয়। বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে প্রায়ই ভোল্টেজের তারতম্য হয় ফলে স্মার্ট টিভিকে নষ্ট করে দিতে পারে। এমন সমস্যা থেকে রক্ষা পেতে হলে একটি ভালো ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহারের মাধ্যমে টিভিকে রক্ষা করা যাবে।
৫। সঠিক ক্যাবল দিয়ে সংযোগ
স্মার্ট টিভি একটি মুল্যবান ইলেক্ট্রনিক্স ডিভাইস। এই ডিভাসের সাথে সস্তা ও নিম্নমানের কেবল ব্যবহার করাটা ঠিক হবে না। সঠিক ভাবে ভালো মানের সংযোগ প্রদান করতে HDMI ক্যাবল ব্যবহার করা উচিৎ। টিভির সাথে ক্যাবলের সংযোগ ঢিলে হলে সিগন্যাল আদান প্রদানে সমস্যা হতে পারে।
আরও পড়ুনঃ
❒ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর আগে কী কী বিষয়ে জানা জরুরি
❒ অনলাইনে বন্ধুত্বের ফাঁদ থেকে নিরাপদ থাকার ৪ কৌশল
❒ আপনার ৩ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন
❒ কত কিলোমিটার চালানোর পর বাইকের সার্ভিসিং প্রয়োজন
৬। রক্ষণাবেক্ষণ
যেহেতু স্মার্ট টিভির সাথে অনেকগুলো সফটওয়্যারের সাথে সংযুক্ত থাকে তাই নিয়মিত সফটওয়্যার আপডেট দিতে হবে। সফটওয়্যার আপডেট রাখলে টিভির পারফরম্যান্স বাড়বে এবং নতুন ফিচার আসলে তা পাওয়া যাবে। যদি স্মার্ট টিভির কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে এক্সপার্ট সার্ভিস সেন্টারে দেখাতে হবে।
স্মার্ট টিভি একটি দামি ইলেকট্রনিক্স ডিভাইস। তাই এটিকে ভালোভাবে রাখার জন্য উপরে দেওয়া তথ্য ও নিয়ম মেনে স্মার্ট টিভি ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত ভালো সাপোর্ট পাওয়া যাবে। স্মার্ট টিভি এর জন্য এই নিয়মগুলো মেনে চলা জরুরী। অন্যথায় এর জন্য বেশ অর্থ খরচ ও ঝামেলায় পরতে হতে পারে।
❑ প্রযুক্তি সচেতনতা থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ অতিরিক্ত গরম হয়ে গেলে ল্যাপটপও বিস্ফোরিত হতে পারে