আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে । দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের জন্য অনেকেই শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন কেনেন। ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নিজেদের তৈরি স্মার্টফোনে ব্যাটারির ক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু ভুল পদ্ধতিতে চার্জ দেওয়ার কারণে নামীদামি ব্র্যান্ডের শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনগুলোর ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যায়। বর্তমানে বাজারে থাকা বেশির ভাগ স্মার্টফোনেই বিল্ট-ইন ব্যাটারি সুবিধা থাকায় চাইলেও সেগুলো বদলানো যায় না। তবে বেশ কিছু কৌশল মেনে চললে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কৌশলগুলো দেখে নেওয়া যাক।
সারা রাত ধরে চার্জ নয়
অনেকেই ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন চার্জে দেন। সারা রাত ধরে চার্জ হওয়ার ফলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। কারণ, সারা রাত চার্জ করলে ফোনের ব্যাটারি শতভাগ চার্জ হওয়ায় ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায়, যা লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য ক্ষতিকর। একই সঙ্গে দীর্ঘ সময় চার্জে থাকলে ব্যাটারি গরম হয়ে যায়। এতে ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিকের কার্যকারিতা কমে যায়।
চার্জিংয়ের সময় গেম খেলা বা ভিডিও না দেখা
গেম খেলা বা ভিডিও দেখার সময় ব্যাটারি বেশি খরচ হয়। আর তাই অনেকেই স্মার্টফোন চার্জ করা অবস্থায় নিয়মিত গেম খেলেন বা ভিডিও দেখেন। কিন্তু চার্জে থাকা অবস্থায় গেম বা ভিডিও চালু থাকলে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত গরম হয়ে যায়। ফলে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ধীরে ধীরে এর কার্যকারিতা কমে যায়।
আরও পড়ুনঃ স্মার্টফোন আসক্তি কমাতে যা করবেন
শতভাগ চার্জ নয়
প্রচলিত একটা ভুল ধারণা রয়েছে যে সম্পূর্ণ বা শতভাগ চার্জ করলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে। কিন্তু এ ধারণাই স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্মার্টফোনের ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। শতভাগ চার্জ অথবা চার্জ না থাকলে লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর চাপ সৃষ্টি হয়। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। স্মার্টফোনের ব্যাটারির চার্জিং লেভেল সব সময় ৩০ থেকে ৮০ শতাংশ থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে না। ফলে ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর তাই ব্যাটারির চার্জিং লেভেল সব সময় সর্বোচ্চ ৮০ শতাংশ রাখতে হবে। অর্ধেকের কাছাকাছি এলে চার্জ দিতে হবে। প্রয়োজনে কয়েকবারে স্মার্টফোন চার্জ দেওয়া যেতে পারে।
তাপমাত্রা নিয়ে সচেতনতা
খুব বেশি বা কম তাপমাত্রা লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষতি করে থাকে। আর তাই সব সময় অতিরিক্ত গরম বা ঠান্ডা স্থানে স্মার্টফোন ব্যবহার না করাই ভালো। তাই রোদের মধ্যে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করা উচিত নয়।
বালিশের নিচে ফোন রেখে চার্জ নয়
ঘুমানোর সময় অনেকেই বালিশের নিচে ফোন রেখে চার্জ করেন। এতে বাতাস চলাচলে সমস্যা হওয়ায় দ্রুত ব্যাটারি গরম হয়ে যায়, যা ব্যাটারির ক্ষতি করতে পারে। আর তাই খোলা জায়গায় স্মার্টফোন চার্জ দিতে হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
আরও পড়ুনঃ প্রথমবারের মতো মহাকাশ ঘুরে এলেন সেই মা ও মেয়ে