আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: স্কুলে ভর্তি হলো ১৭ জোড়া যমজ শিশু । স্কটল্যান্ডের একটি প্রাথমিক স্কুলে চলতি বছর ১৭ জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে। স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড এলাকার স্কুলটিতে আগামী সপ্তাহে এই শিশুদের ক্লাস শুরু হবে।
যমজ সন্তান স্কুলে ভর্তির কারণে স্কটল্যান্ডের ইনভারক্লাইড এলাকাটি ইতিমধ্যেই ‘টুইনভারক্লাইড’ নামে পরিচিত। স্কুলটিতে ২০১৩ সালে প্রথম ১৯ জোড়া যমজ শিশু ভর্তি হয়। এরপর প্রতিবছর যমজ শিশু ভর্তির দিক দিয়ে স্কুলটিতে রেকর্ড হতে থাকে। এখন পর্যন্ত স্কুলটিতে ১৪৭ জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে। আর প্রতিবছর গড়ে ১৩ জোড়া যমজ শিশু ভর্তি হয় এই স্কুলে।
আরও পড়ুনঃ বাংলাদেশে রাজনৈতিক ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা যুক্তরাষ্ট্রের
চলতি বছর ভর্তি হওয়া যমজ শিশুদের বেশির ভাগই স্কুল শুরুর আগে সম্প্রতি পোশাক মহড়ার জন্য গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুলে সমবেত হয়েছিল।
ইনভারক্লাইড কাউন্সিলের ডেপুটি প্রভোস্ট গ্রায়েম ব্রুকস বলেন, ‘যমজ সন্তানদের প্রাইমারিতে স্বাগত জানানোর জন্য ইনভারক্লাইড বা টুইনভারক্লাইডে এটি একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে। আগামী সপ্তাহে নতুন ক্লাস শুরু করার জন্য আমরা প্রস্তুত। এই শিক্ষার্থীদের একসঙ্গে স্কুলের পোশাক পরা অবস্থায় দেখার জন্য এর চেয়ে আর ভালো উপায় আর কী হতে পারে। এটি অভিভাবকদের জন্যও আনন্দের।’
সূত্র : দ্য মেট্রো
আরও পড়ুনঃ আজ থেকে দেড়মাস কোচিং সেন্টার বন্ধ