আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সৌরজগতেই পৃথিবীর মতো আরেকটি গ্রহ আছে । মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের সৌরজগতের মধ্যেই পৃথিবীর মতো একটি গ্রহের উপস্থিতির দৃঢ় ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, গ্রহটি নেপচুনের বাইরের কুইপার বেল্ট অঞ্চলে থাকতে পারে।
এনডিটিভি জানিয়েছে, জাপানের ওসাকার কিন্দাই ইউনিভার্সিটির প্যাট্রিক সোফিয়া লিকাওকা এবং টোকিওতে জাপানের জাতীয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক তাকাশি ইতো দ্বারা পরিচালিত এবং দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফল এমনটাই বলছে।
আরও পড়ুনঃ সূর্যের চেয়ে যে গ্রহের তাপমাত্রা বেশি
জার্নালে গবেষকরা লিখেছেন, আমরা পৃথিবীর মতো গ্রহের অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করছি। এটি আশার কথা যে (মূল কক্ষপথে না থেকেও) একটি স্বীকৃত গ্রহের কুইপার বেল্ট অঞ্চলে কোন গ্রহ বেঁচে থাকতে পারে। তাদের ধারণা, এটি সূর্যের প্রায় ২৫০ থেকে ৫০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে অবস্থান করছে। গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় তিনগুণ বড় এবং জীবন ধারণের জন্য বেশ ঠাণ্ডা হতে পারে।
কুইপার বেল্ট হলো সৌরজগতের মূল গ্রহসমূহের বাইরের রিং আকৃতির অঞ্চল। ধারণা করা হয়, সৌরজগতের কিছু উপগ্রহ যেমন: নেপচুনের উপগ্রহ ট্রাইটন, শনির উপগ্রহ ফিবি এই অঞ্চল থেকেই উৎপত্তি লাভ করেছে। তাই ধারণাকৃত নেপচুনের কুইপার বেল্ট অঞ্চলে অবস্থানরত পৃথিবীর মতো এই নতুন গ্রহটিকে ‘কুইপার বেল্ট গ্রহ’ বলা হচ্ছে।
গবেষকরা জানিয়েছেন, কুইপার বেল্ট গ্রহের অস্তিত্ব দূরের সৌরজগতগুলোতে অনাবিষ্কৃত গ্রহের অস্তিত্বের বিষয়ে সমর্থন যোগাবে এবং কুইপার বেল্ট অঞ্চলে গ্রহের শনাক্তকরণ, গ্রহ গঠন এবং বিবর্তনের প্রক্রিয়াগুলো নিয়ে নতুন করে ভাবতে সহয়তা করবে।
তথ্যসূত্র: চ্যানেল আই
আরও পড়ুনঃ চীন আইফোন ব্যবহার নিষিদ্ধ করল