আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছবি সুরক্ষিত রাখবেন যেভাবে । সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত নানান মুহূর্তের ছবি, ভিডিও পোস্ট করছেন। তবে হ্যাকাররা যে কোনো সময় আপনার ছবি চুরি করে নানান অপকর্ম করতে পারে। তারপর প্রতারণা করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এছাড়া বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে এসব ছবি, ভিডিও।
তবে একটু সতর্ক হলেই সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি সুরক্ষিত রাখতে পারবেন সহজে। জেনে নিন সেসব-
❖ যে কোনো ছবি পোস্ট করলে সেগুলোর প্রাইভেসি সেটিং করতে পারবেন। আপনার লিস্টে থাকা অপরিচিত বা কম পরিচিত ব্যক্তিরা যেন আপনার ছবি দেখতে না পারে।
❖ প্রথমেই যে কাজটি করবেন তা হচ্ছে আপনার প্রোফাইলটি লকড বা প্রাইভেট করুন। যেন আপনার বন্ধু লিস্টে থাকা মানুষ ছাড়া অন্য কেউ দেখতে না পারে।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন যেভাবে
❖ কিছুদিন পর পর ছবির প্রাইভেসি অনলি মি করে রাখুন। এছাড়া আপনার ছবির অ্যালবাম সবার জন্য উন্মুক্ত রাখবেন না কখনোই। এতে ছবি চুরি হতে পারে।
❖ অপরিচিত কাউকে কখনোই নিজের ছবি পাঠাবেন না।
❖ ছবি কী সেটিংসে, কোথায়, কবে, কখন তোলা হয়েছে তা স্টোর থাকে মেটাডাটায়। এই ডাটা ব্যবহার করে যে কেউ আপনার বাড়ি বা প্রিয়জনের বাড়িতে তোলা ছবি থেকে সেই জায়গার ঠিকানা পেয়ে যেতে পারেন। তাই ছবি শেয়ার করার আগে ছবির মেটাডাটা ডিলিট করে দিন।
❖ ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করার আগে বন্ধুকে ট্যাগ করা বা লোকেশন দেওয়ার আগেও কোনটি ব্যক্তিগত আর কোনটি সবার জন্য, তা ভেবে নিন।
❖ আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। অনলাইনের অ্যাকাউন্ট নিরাপত্তায় আরেক স্তরের সুরক্ষা দিতে পারে এ পদ্ধতি।
❖ অচেনা কোনো লিংকে ক্লিক করবেন না। বর্তমানে প্রতারকরা তথ্য হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ম্যালওয়ার ব্যবহার করে। ব্যবহারকারীদেরফেসবুক মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন লিংকের মাধ্যমে ওই ম্যালওয়ার পাঠানো হয়। তাই অচেনা কোনো লিংকে ক্লিক করলেই ম্যালওয়ার ডাউনলোড হতে পারে। এবং রিমোর্ট সফটওয়ারের মাধ্যমে ওই আপনার ফোন ব্যবহার করতে পারবে প্রতারকরা।
সূত্র: টেক ডটকো
আরও পড়ুনঃ ৩৭৫ সিসির মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাবে যে শর্তে