আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ‘সেলফিন’ এক অ্যাপেই সকল আধুনিক ব্যাংকিং সুবিধা । মোবাইল ব্যাংকিং বিষয়ে আমরা সবাই কমবেশি জানি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটিও অনেকে জানে হয়তবা কেউ কেউ এখনো জানেন না যে, সেলফিন (Cellfine) কি? মূলত যারা জানেন না সেলফিন কি তাদের জন্য আজকের পোস্টটি শেয়ার করা হচ্ছে।
ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক শাখা হিসাবে ব্যবহার করা যেতে পারে। কি না করা যায় এখানে; ব্যাংক একাউন্ট খোলা, ব্যালেন্স ট্রান্সফার করা, স্টেটমেন্ট দেখা, বিল পরিশোধ করা, চেকের জন্য আবেদন করা ইত্যাদি সবই করা যাবে মোবাইলের মাধ্যমে। শুধু তাই নয় ব্যাংকিং এর বহু সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকের এই অ্যাপটিতে।
What is Cellfine: সেলফিন কি?
ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট সেবার নাম কিংবা মোবাইল ওয়ালেট অ্যাপসের নাম হচ্ছে সেলফিন। স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবেন।
কি কি করা যাবে সেলফিন দিয়ে
ইসলামী ব্যাংক ডিজিটাল ওয়ালেট “সেলফিন” দিয়ে যে সকল সেবা উপভোগ করতে পারবেন তা নিম্নরুপ-
❖ ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সার্ভিস একাউন্ট খুলতে পারবেন নিজে নিজেই।
❖ যে কোন ভিসা/মাস্টার কার্ড/ ভিসা কিংবা ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে টাকা যুক্ত কিংবা ট্রান্সফার করতে পারবেন সহজেই।
❖ সেলফিন টু সেলফিন মানি রিকোয়েস্ট পাঠানোর সুবিধা উপভোগ করতে পারবেন।
❖ সেলফিন টু এমক্যাশ/ এমক্যাশ টু সেলফিন টাকা এড এবং টাকা ট্রান্সফার সুবিধা ।
❖ রেমিট্যান্স / স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ করা যাবে।
❖ যে কোন ডিজিটাল ওয়ালেট ফান্ড ট্রান্সফার করা যাবে সহজেই।
❖ যে মোবাইল অপারেটরের টপ আপ সুবিধা গ্রহণ।
❖ ই-কমার্স পেমেন্ট সুবিধা (কিউ আর কোড/ অনলাইন গেটওয়ে)।
❖ ইন্সট্যান্ট ব্যাংক স্টেটমেন্ট সুবিধা।
❖ ইউটিলিটি বিল পরিশোধ।
❖ যে ব্যাংকের মাস্টার/ভিসা কার্ডের বিল পরিশোধ।
❖ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ।
❖ যে কোন প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান কিংবা গ্রহণ করা যাবে সহজেই।
❖ ভার্চুয়াল/ কার্ডবিহীন টাকা উত্তোলন করা যাবে।
❖ এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ব্যাংকিং আউটলেট কিংবা যে কোন ব্রাঞ্চ অথবা সাবব্যাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ই-পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
ইসলামী ব্যাংক মোবাইল অ্যাপ সেলফিন এর সুবিধা সমূহ
IBBL Cellfin এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং এর সকল সুবিধা গ্রহণ করতে পারবেন। যেমন-
✪ সেলফিন মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো কিংবা গ্রহণ করতে পারেন তাৎক্ষণিকভাবে।
✪ বিল পে করতে পারবেন খুব সহজেই।
✪ মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোন অপাটরে।
✪ যে কোন হিসাবে টাকা পাঠাতে পারবেন।
✪ তালিকাভুক্ত অনলাইন শপিং কিংবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
✪ mCash হিসাবে টাকা পাঠাতে পারবেন।
✪ অন্য কাউকে টাকা পাঠানোর জন্য অনুরোধ করতে পারবেন।
✪ যে কোন লোকাল নাম্বারে টাকা পাঠাতে পারবেন।
✪ দেশের বাইরে থেকেও এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
এছাড়াও নগদ ও বিকাশ অ্যাপে সরাসরি টাকা ট্রান্সফার দেওয়া যাবে কোন প্রকার চার্জ ছাড়াই।
আরও পড়ুনঃ Passport Status কোনটার কি মানে জানতে ক্লিক করুন
যেসব মাধ্যম থেকে এড মানি করা যাবে
একাধিক মাধ্যমে সেলফিন একাউন্টে এড মানি বা টাকা এড করা যাবে। যেমনঃ
➡ ভিসা
➡ মাস্টারকার্ড
➡ আইবিবিএল ডেবিট কার্ড
➡ আইবিবিএল খিদমাহ কার্ড
➡ আইবিবিরল একাউন্ট
➡ মোবাইল ব্যাংকিং (এম ক্যাশ)
➡ ডাইনারস
সেলফিন একটি ডিজিটাল ওয়ালেট, যার ফলে এটি ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি একাউন্টে এড মানি করা যাবে। বিকাশ, রকেট বা নগদ অ্যাপে প্রবেশ করে এড মানি অপশন সিলেক্টের পর সেলফিন (CellFin) সিলেক্ট করে এসব মোবাইল ব্যাংকিংয়ে এড মানি করা যাবে।
Cellfin App ইন্সটল করার উপায়
ইসলামী ব্যাংকের মোবাইল ওয়ালেট সেলফিন অ্যাপের মাধ্যমে কি কি করা যায় এবং এটির সুবিধা কি তা জেনেছি। এখন জানবো এটি কিভাবে মোবাইলে ইন্সটল করতে হবে। অ্যাপটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই ব্যবহারকারীদের প্লে-স্টোর থেকে আপডেট ভার্সন ইন্সটল করা জরুরী।
এন্ড্রোয়েড ব্যবহারকারীরা গুগল প্লে অ্যাপটি খুলে “Cellfin” লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। প্লে-স্টোর ছাড়া অন্য কোন উৎস থেকে অ্যাপটি ডাউনলোড করবেন না। নিরাপত্তা ও ডিজিটাল সুবিধা পেতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করুন।
সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?
ব্যাংকে যাওয়া ছাড়া কিংবা কোনো ধরনের ব্যাংক একাউন্ট ছাড়াই খোলা যাবে সেলফিন একাউন্ট। সেলফিন একাউন্ট খুলতে যা যা লাগবেঃ
❁ বয়স কমপক্ষে ১৮বছর হতে হবে
❁ এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে
❁ সচল একটি সিমকার্ড
❁ একটি স্মার্টফোন যাতে সেলফিন অ্যাপ ব্যবহার করা যাবে
আপনার কাছে উপরের চারটি জিনিস থাকলে যে কোন প্রান্তে যে কোন সময় সেলফিন একাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুনঃ ই-পাসপোর্টে আর থাকছে না স্বামী-স্ত্রীর নাম
সেলফিন একাউন্ট খোলার কয়েকটি ধাপ
নিচের কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে সেলফিন একাউন্ট খুলে ফেলুন। মনে রাখবেন কোন তথ্য সেলফিন অ্যাপে ভুল করে দিবেন না। কেননা ভুল তথ্য দিলে একাউন্টটি ভেরিফাই হবে না।
❑ প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন
❑ ইন্সটল সম্পন্ন হলে অ্যাপটি খুলুন
❑ এবার Registration ট্যাব ক্লিক করুন
❑ আপনার মোবাইল নাম্বার প্রদান করুন; মোবাইলে একটি ওয়ান টাইন গোপন কোড পাঠানো হবে। এটিকে ভেরিফেকেশন কোডও বলা হয়ে থাকে
❑ ভেরিফেকেশন কোডটি দিয়ে পরবর্তী ধাপে যান
❑ এবার আপনার ভোটার আইডির সামন ও পিছন দুটি ছবি ভাল করে তুলুন। মনে রাখবেন ছবি যেন স্পষ্টভাবে উঠে।ছবিতে কোনভাবেই ঝাপসা থাকা যাবে না
❑ ভোটার আইডি সাবমিট করার পর আপনার সকল তথ্য দেখাবে কোন ভুল থাকলে সংশোধন করে নিবেন ; আপনার প্রফেশন ও বর্তমান ঠিকান অ্যাপে লিখে দিবেন
❑ এখন আপনার সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় খেয়াল রাখবেন চোখে কোন সানগ্লাস কিংবা স্টাইলিস্টভাবে ছবি উঠা যাবে না। আপনার সেলফি ও ভোটার আইডির ছবির মধ্যে অমিল থাকলে ভেরিফেকেশনে সমস্যা হতে পারে
❑ সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে আপনার সেলফিন একাউন্ট একটিভ হয়ে যাবে
সাধারণত ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট একটিভ হয়ে যায়। তবে কিছু কিছু সময় বেশি সময় লাগে। আপনি তিন দিন ধরে নিতে পারেন।
কয়েকদিনের মধ্যে সেলদিন একাউন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সফল না হলে 16259, 09611016259, এবং (+880)-2-8331090 নাম্বারে কল দিয়ে একাউন্ট সংক্রান্ত সমস্যা তুলে ধরুন।
সেলফিন ব্যবহারের খরচ
সেলফিন এর অধিকাংশ সেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে কিছু নির্দিষ্ট সেবার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। সেলফিন ব্যবহারের খরচ সম্পর্কে একনজরে তুলে ধরা হলো।
লেনদেন এর ধরন | চার্জ |
আইবিবিএল একাউন্ট বা ডেবিট কার্ড থেকে এড মানি | ফ্রি |
ক্রেডিট কার্ড (খিদমাহ) থেকে এড মানি | ০.৭% (+ভ্যাট) |
অন্য ব্যাংক থেকে এড মানি | ২% |
মোবাইল ক্যাশ (mCash) থেকে এড মানি | ১% |
অন্য সেলফিন একাউন্ট টাকা পাঠানো | ফ্রি |
ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফার | ৫টাকা |
ফান্ড ট্রান্সফার (NPSB) | ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত) |
ফান্ড ট্রান্সফার (EFT) | ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত) |
এটিএম থেকে ক্যাশ উইথড্র | ফ্রি |
রেমিট্যান্স রিসিভ | ফ্রি |
পেমেন্ট | ফ্রি |
Cellfin সম্পর্কে বিস্তারিত জানতে
বিস্তারিত জানতে ব্যাংকের যে কোন শাখায় কিংবা এজেন্ট ব্যাংকিং/ বুথ ব্যাংকিং এ যোগাযোগ করুন। কাস্টমার কেয়ার কল সেন্টার: ১৬২৫৯ এ ফোন করে জেনে নিতে পারেন। এছাড়া ব্যাংকের ওয়েবসাইটেও বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুনঃ সিম কার্ড কী, কীভাবে কাজ করে এই প্রযুক্তি?