আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সেরা ৩ গেমিং ল্যাপটপ । কম্পিউটারের পাশাপাশি অনেকেই ল্যাপটপে গেমস খেলেন। তাদের কথা চিন্তা করে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাজারে গেমিং ল্যাপটপ ছাড়ে। এখন যেসব গেমিং ল্যাপটপ পাওয়া যায় তার মধ্যে কয়েকটি কোম্পানি কিছু কিছু মডেল সেরা। এসব গেমিং ল্যাপটপ সম্পর্কে জানুন।
আসুস টাফ এফ ১৫ গেমিং ল্যাপটপ
আসুস টাফ এফ ১৫ একটি জনপ্রিয় গেমিং ল্যাপটপ। এতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এতে ইনটেলের কোর আই৫ ১১তম প্রজন্মের প্রসেসর দেওয়া হয়েছে। সঙ্গে আছে ৪ জিবির গ্রাফিক্স কার্ড এবং ৮ জিবি র্যাম। স্টোরেজ ৫১২ জিবির।
এসার অ্যাসপায়ার ৫ গেমিং ল্যাপটপ
আরও পড়ুনঃ টেকনোর এই ল্যাপটপ বিদ্যুৎ ছাড়াই ১৭ ঘণ্টা চলবে
এসারের এই ল্যাপটপটিতে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে। এতে ইনটেলের কোর আই৫ ১২তম প্রজন্মের প্রসেসর রয়েছে। এই ল্যাপটপে রয়েছে আরটিএক্স২০৫০ মডেলের গ্রাফিক্স কার্ড এবং ফুল এইচডি ডিসপ্লে। এই ল্যাপটপটির দামও হাতের নাগালে।
লেনোভো আইডিয়া প্যাড গেমিং ৩
লেনোভো আইডিয়া প্যাড গেমিং ৩ জনপ্রিয় গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপে এএমডি রাইজেন ৫ ৬৬০০ এইচ মডেলের প্রসেসর রয়েছে। এই ল্যাপটপে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ একটি ১৫.৬ ইঞ্চির ফুলএইচডি আইপিএস স্ক্রিন দেওয়া হয়েছে।
লেনোভো আইডিয়া প্যাড গেমিং ৩ ল্যাপটপে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। ল্যাপটপটির দাম হাতের নাগালে। অর্থাৎ এটি একটি এন্ট্রি লেভেলের গেমিং ল্যাপটপ।
এই তিনটি মডেলের ল্যাপটপের দাম ৭০ হাজার টাকার মধ্যেই। এগুলোই সাশ্রয়ী দামের গেমিং ল্যাপটপ।
আরও পড়ুনঃ লেনোভোর নতুন ১৩টি ল্যাপটপ দেশের বাজারে