আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সূর্যে পাড়ি দিল আদিত্য, ভারতের আরেক ইতিহাস । এই তো সেদিন চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে ভারত। এবার হানা দিল সূর্যে। সূর্য সম্পর্কে নানা অজানা তথ্য জানাতে শনিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে সূর্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারতের মহাকাশযান আদিত্য-এল ১। এরই মধ্যে এটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভিহিকল বা পিএসএলভি থেকে আলাদা হয়ে গেছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বরাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি জমায় আদিত্য। সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য।
মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ বলেন, আদিত্য-এল ১ পৃথিবী থেকে সাড়ে ১০ লাখ কিলোমিটার দূরে যাবে। পৃথিবী থেকে যাত্রা শুরুর ১২৫ দিন পর মহাকাশযানটি সূর্যের অভিমুখে ল্যাগরেঞ্জ পয়েন্টে গিয়ে থামবে। পরে সেখান থেকে সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনা পর্যবেক্ষণ করে, এটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আদিত্য-এল১।
ইসরো জানায়, আদিত্যে থাকছে সাতটি পেলোড। এর মধ্যে চারটি পেলোড সূর্যকে পর্যবেক্ষণ করবে। আর বাকি তিনটি বিভিন্ন কণা এবং ক্ষেত্রকে বিশ্লেষণ করবে। এ ছাড়া এতে বিদ্যুৎচৌম্বকীয় কণা এবং চৌম্বকীয় ক্ষেত্র ডিটেক্টরও ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুনঃ চাঁদের মাটিতে নামল চন্দ্রযান-৩, ইতিহাস গড়ল ভারত
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিচ্ছে সূর্যে। অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব বুঝতেও এ অভিযান সহায়ক হবে।
সূর্যের কাছে কীভাবে পৌঁছবে আদিত্য এল ১ ? | How will Aditya L1 reach the Destination?
ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের পর প্রায় ১৬দিন পৃথিবীর চারিদিকে পাক দেবে আদিত্য এল ১। এই ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে মহাকাশযানটি। এরপর প্রতি ঘণ্টায় ১১৮ কিলোমিটার বেগে এগোতে থাকা আদিত্য এল ১ পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে বেরিয়ে যাবে।
ভারতের প্রথম সোলার মিশনের (India’s first solar mission) উদ্দেশ্যে রওনা হওয়া এই মহাকাশযানের গন্তব্য হলো পৃথিবী ও সূর্যের মাঝের একটি অরবিট বা কক্ষপথ যা পরিচিত এল পয়েন্ট নামে। সেখানে থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ১১০ দিন সূর্যকে পর্যবক্ষণ করবে আদিত্য এল ১। এই মহাকাশযানকে এমনভাবেই বানানো হয়েছে যাতে এটি কক্ষপথের বিপুল চাপ সহ্য করে অন্তত এক বছর ধরে ছবি এবং যাবতীয় তথ্য পাঠাতে পারে।
ইসরো জানিয়েছে, জ্বালানি সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের আদিত্য এল ১ সাতটা সায়েন্স পে লোড নিয়ে পৃথিবীর নিম্ন কক্ষ ৮০০ কিলোমিটার থেকে অরবিট এল পয়েন্টের দিকে যাত্রা করবে আদিত্য এল ১। গন্তব্যে পৌঁছে সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত করোনার যাবতীয় তথ্য তুলে ধরবে আদিত্য এল ১। এছাড়াও সৌরঝড়, সূর্যের নানান বিষয়ে পরীক্ষা করবে সে।
২০২০ সালেও সূর্যে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছিল ইসরো। সে সময় করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়।
আরও পড়ুনঃ ডিজিটাল ব্যাংক কী? এর সুবিধা-অসুবিধাসহ বিস্তারিত জানুন