আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সাহরি ও ইফতারের সময়সূচি-২০২৫ । বাংলাদেশে ২০২৫ সালের রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। ১৪৪৬ হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ ধরে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিটে ও ইফতারির সময় ৬টা ২ মিনিটে।
দেশের অন্যান্য অঞ্চলে ঢাকার সময়ের সঙ্গে দূরত্ব অনুযায়ী সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন দেশের মানুষ।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সাহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের দ্বিনী দাওয়াত বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ২০২৫ সালের পবিত্র শবে বরাত পালিত হবে। সম্ভাব্য শবে কদরের তারিখ ২৭ মার্চ দিবাগত রাত। আর ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ বা ১ এপ্রিল।
রমজানের তাৎপর্য ও গুরুত্ব
রমজান মাস ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র এবং বরকতময় মাস। এই মাসে মুসলমানরা রোজা পালন করে, যা তাদের তাকওয়া ও আত্মসংযম বৃদ্ধিতে সহায়তা করে।
🔹 রমজানের ফজিলত:
✔ গুনাহ মাফের সুযোগ
✔ দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়
✔ কুরআন নাজিলের মাস
আরও পড়ুনঃ
❒ ওমরা পালনের সর্বোত্তম সময় কোনটি
❒ মহান আল্লাহর কাছে প্রকৃত রোজাদারের মর্যাদা
❒ রমজানের প্রস্তুতিমূলক সুন্নত আমল
❒ রমজানের জন্য একটি সুন্দর পরিকল্পনা
❒ যে আমল করলে জান্নাতে ‘বায়তুল হামদ’ নামে বিশেষ ঘর নির্মিত হয়
❒ বান্দা যেভাবে দু’আ করলে আল্লাহ খুশি হন
❒ রমাদান মাসের ৩০ টি বিশেষ আমল
❒ কেয়ামতের দিন রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন
❒ ইফতারের সময় যে আমলের কথা ভুলবেন না
❒ রমজানে যেসব কাজের সওয়াব বেশি
❒ নবীজির শেখানো প্রতিদিনের প্রয়োজনীয় ৪০ দোয়া
❒ রোজা অবস্থায় নেককার বান্দার মৃত্যু সৌভাগ্যময় মৃত্যু
🔹 নিয়মিত আমল করুন:
✔ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন
✔ কুরআন তিলাওয়াত করুন
✔ বেশি বেশি দোয়া ও ইবাদত করুন
রমজান মাস এক অনন্য সুযোগ, যা মুসলমানদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময় অনুযায়ী সাহরি ও ইফতার গ্রহণ করে রোজার আমল পালন করুন। আমীন।
❑ ইসলামী জীবন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ যে আমল করলে জান্নাতে ‘বায়তুল হামদ’ নামে বিশেষ ঘর নির্মিত হয়