আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সাশ্রয়ী দামে নতুন ফোন আনছে স্যামসাং । যার মডেল গ্যালাক্সি এ২৬। এটি একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন। মূলত গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই নতুন ফোন।
২০২৩ সালের ডিসেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি (Samsung Galaxy A26 5G) ফোন লঞ্চ হয়েছিল। সেই ফোনে ছিল ফুল এইচডি রেজুলেশন যুক্ত স্ক্রিন, ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ফোনে যে ফিচার থাকবে
ডুয়াল সিম থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে। এই ফোনে ৬.৬৪ ইঞ্চি অথবা ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনের স্ক্রিনে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে বলে শোনা গিয়েছে।
এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে চলেছে। ফোনের ওজন হতে পারে প্রায় ২০৯ গ্রাম। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে ৪এনএম এক্সিনোস ২৪০০ই চিপসেট থাকতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুনঃ
❒ আইফোন ১৭ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা মডেল
❒ চমকে ভরপুর স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা
❒ টেকনো আনল ট্রান্সফরমারস এডিশনের স্পার্ক ৩০ স্মার্টফোন
❒ ইনফিনিক্স হট ৫০ প্রো গেমিং স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে বাজারে
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই ফোনের ক্যামেরা, ব্যাটারি, চার্জিং ফিচার- এইসব সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের আসন্ন ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে, কী কী রঙে ফোন লঞ্চ হতে পারে।
কোন কোন র্যাম-স্টোরেজ কনফিগারেশনে স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন দেশে লঞ্চ হতে পারে সেই সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও। তবে এটি সাশ্রয়ী দামের হ্যান্ডসেট হবে বলে অনুমান করা যাচ্ছে।
❑ স্মার্টফোন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি