আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সবচেয়ে দামি ল্যাপটপ লঞ্চ করে চমক দিল অ্যাপেল । বিশ্বের অন্যতম হাই-এন্ড কম্পিউটার ম্যাকবুক প্রো লঞ্চ করে চমক দিল অ্যাপেল। অবাক করা ফিচার হল, এই ল্যাপটপে পাওয়া যাবে 128GB র্যাম, 8TB SSD স্টোরেজ। ম্যাকবুক প্রো-তে হাই এন্ড M3 চিপসেট যোগ করেছে কোম্পানি। নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও। যেই দামে হয়ে যাবে একটি নতুন গাড়ি।
আরও পড়ুনঃ মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের নতুন ল্যাপটপ এনেছে
নতুন ম্যাকবুক প্রো লঞ্চ করে চমক দিল অ্যাপেল। এদিন ScrayFast ইভেন্টে একাধিক নতুন ডিভাইস সামনে আনে কোম্পানি। যার মধ্যে অন্যতম ম্যাকবুক প্রো। এই ল্যাপটপে অত্যাধুনিক M3 প্রসেসর যোগ করেছে সংস্থা। যার ফলে কম্পিউটারের দাম হাঁকিয়েছে 7 লাখ টাকারও বেশি।
হাই-এন্ড মডেলের দাম শুনলে চোখ কপালে উঠতে পারে আপনারও। অত্যাধুনিক M3 প্রসেসর যোগ হওয়ায় নতুন ম্যাকবুকের দাম 7.67 লাখ টাকা। যেই দামে অনায়াসে বাড়ি আনতে পারবেন একটি ব্র্যান্ড নিউ মারুতি সুজুকি সুইফট গাড়ি।
তবে কেউ যদি বেস মডেল কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে 3.99 লাখ টাকা। যেখানে 48GB র্যাম এবং 1TB স্টোরেজ পাওয়া যাবে। এই ল্যাপটপে বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও রেখেছে সংস্থা। তবে যারা একটু বেশি পারফরম্যান্স চান তাঁরা নিতে পারেন 16 ইঞ্চি স্ক্রিনের 128GB র্যাম সম্পন্ন ম্যাকবুক। যার জন্য 1 লাখ টাকা বেশি খরচ করতে হবে।
128GB ভেরিয়েন্টের দাম পড়বে 4.99 লাখ টাকা। এখানেই শেষ নয়, কেউ যদি স্টোরেজ আরেকটু বাড়াতে চান, তাহলে 8TB SSD স্টোরেজের ভার্সন নিতে পারেন। যার জন্য আবার অতিরিক্ত 2.2 লাখ টাকা খরচ করতে হবে। এ ক্ষেত্রে দাম পড়বে 7.19 লাখ টাকা।
এটি সবথেকে দামি এবং শক্তিশালী ম্যাকবুক প্রো মডেল। তবে কেউ যদি কম্পিউটারে Final Cut Pro এবং Logic Pro এর মতো সফটওয়্যার প্রি-ইনস্টল করতে চান সে ক্ষেত্রে আরও 29,900 টাকা এবং 19,900 টাকা খরচ করতে হবে। সবমিলিয়ে দাম পড়বে 7.67 লাখ টাকা।
আরও পড়ুনঃ ৩৫০ বছরের পুরনো মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা