আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: শেষ মুহূর্তের গোলে ফ্রান্সের কাছে ব্রাজিলের হার । অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফিফা নারী বিশ্বকাপ। ছেলেদের ফুটবলে পাঁচবার শিরোপা জিতলেও নারীদের বিশ্বকাপে এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিলের মেয়েরা।
শনিবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার ব্রিসবেন স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে ডিফেন্ডার উইন্ডি রোনার্ডের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্সের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে ফ্রান্স-ব্রাজিল। তবে ১৭ মিনিটে এগিয়ে যায় ফরাসি মেয়েরা। ফরাসি স্ট্রাইকার লো সোমার হেডে গোল করেন। গোল হজম করে আক্রমণে গতি বাড়ায় সেলেসাও মেয়েরা। ডি-বক্সে একা বল পেয়েও বারের উপর দিয়ে মারেন আদ্রিয়ানা। অনেক চেষ্টা করেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে ব্যর্থ হয় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল পরিশোধ করে বোর্হেস-দেবিনহারা। ৫৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান ৩১ বছর বয়সী স্ট্রাইকার দেবিনহা। তবে সেলেসাওদের সমতায় ফেরার আনন্দ শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে ফ্রান্সকে জয় এনে দেন ডিফেন্ডার রেনার্ড। সেলমা বাশা’র কর্নার থেকে হেডের সাহায্যে ব্রাজিলের জালে বল জড়ান ফরাসি ডিফেন্ডার। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি মার্তা-দেবিনহারা।
ব্রাজিলকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সেলেসাওরা। ১ পয়েন্ট নিয়ে জ্যামাইকা তিনে এবং শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে আছে পানামা। আগামী ২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে ব্রাজিল।
আরও পড়ুনঃ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন